প্রধানমন্ত্রী শেখ হাসিনা-জার্মান চ্যান্সেলরের বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। শনিবার (১৭ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলন ভেন্যুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
একই দিন শেখ হাসিনার সঙ্গে সাইড লাইনে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মিউনিখ পৌঁছান শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
নিউজ ডেক্স
শেয়ার করুন