সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সবগুলোই বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং অফিসার ও ইসির যুগ্মসচিব মো. মনিরুজ্জামান তালুকদার এ ঘোষণা দেন।
মনিরুজ্জামান তালুকদার বলেন, জাতীয় পার্টি থেকে দুটি এবং আওয়ামী লীগ ও তাদের শরিকদের ৪৮টিসহ মোট ৫০টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মোট ৫০টি মনোনয়নপত্র পেয়েছি। সবগুলো বাছাই করেছি। ৫০টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছি। সবগুলো মনোনয়নপত্র বৈধ পেয়েছি। কোনো মনোনয়নপত্রের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। সুতরাং সকল প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করছি, বলেন তিনি।
ইসির যুগ্মসচিব মনিরুজ্জামান বলেন, যেহেতু প্রতিদ্বন্দ্বী নেই, সেজন্য বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার জন্য কার্যক্রম গ্রহণ করব।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন