জিম্মি জাহাজে যোগাযোগের চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা জাহাজের সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। তৃতীয়পক্ষের মাধ্যমে যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জলদস্যুরা ৫০ লাখ ডলার চেয়েছে, নাহলে তাদের মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে- স্বজনদের এমন দাবির প্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, নাবিকদের ছাড়াতে মুক্তিপণ দেওয়া হবে কিনা, কৌশলগত কারণে এখনই তা প্রকাশ করা হবে না।
জাহাজ আটকের বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদে অনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি নিয়ে সোচ্চার।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন