তিন বিভাগে ৩ দিন বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে তিন বিভাগে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সীতাকুণ্ড অঞ্চলসহ কক্সবাজার জেলার ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল থেকে এই বৃষ্টিপাতের আওতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৮ মার্চ) প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে সীতাকুণ্ড অঞ্চলসহ কক্সবাজার জেলার ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন