যুদ্ধাপরাধ প্রমাণ হলেই মৃত্যুদণ্ড : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
যুদ্ধাপরাধ প্রমাণ হলেই মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড চলবেনা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং একইসঙ্গে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে। এছাড়া তাদের সন্তানদেরও কোনো ভোটের অধিকার থাকবে না।
বৃহস্পতিবার বিকেলে রৌমারী উপজেলা চত্ত্বরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর উদ্বোধন এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মুক্তঞ্চল সংরক্ষণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় অন্যান্যের মধ্যে ক্যাপ্টেন অবসর প্রাপ্ত মো. আলতাফ হোসেন বীর উত্তম, স্থানীয় সংসদ সদস্য মো. রুহুল আমিন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান বঙ্গবাসী, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শওকত আলী বীর বিক্রমসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন