দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
গোবর ফেলা নিয়ে ঝগড়া অতঃপর খুন
কুমিল্লার চান্দিনায় গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই হানিফ মিয়া। বুধবার বেলা ১২টার দিকে চান্দিনা উপজেলা সদরের আনিছ মোহাম্মদের বাড়িতে এ ঘটনায় হত্যাকারী আনিছ মিয়া নিহতের আপন ছোট ভাই।
প্রত্যক্ষদর্শী হিমেল জানান, আনিছ ও হানিফের আলাদা গরুর খামার আছে। বাড়ির পাশের অন্যের খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন ধরে গরুর গোবর ফেলে আসছে। আজ সকালে ওই স্থানে গোবর ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আনিছ মিয়া বড় ভাই হানিফ মিয়াকে মারধর করে। এ সময় আনিছের হাতে থাকা কাঠের টুকরার তীক্ষ্ণ অংশ হানিফের বাম চোখ ভেদ করে মাথায় ঢুকে যায়।
তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন