থাইল্যান্ড সীমান্তে স্টারলিংকের অবৈধ ব্যবহার: মিয়ানমার স্ক্যাম সেন্টারের নতুন শক্তি।
বিচারহীনতার কারণে শিশু হত্যা বাড়ছে : ড. মিজান
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘জড়িতরা আইন ও বিচারে না আসায় শিশু নির্যাতন ও হত্যার সংস্কৃতি বিকশিত হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চললে দেশে অল্প সময়ের মধ্যেই শিশু হত্যা ও নির্যাতন বন্ধ হবে।’
‘দেশজুড়ে অব্যাহত শিশু হত্যা বন্ধ’ করার দাবিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
খেলাঘর ঢাকা মহানগর শাখা এ মানববন্ধন আয়োজন করে।
ড. মিজানুর রহমান বলেন, ‘শিশু নির্যাতন ও হত্যা বন্ধে জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, ‘শিশু নির্যাতন ও হত্যাকে বরবর্তা, অমানবিক, পাশবিকতা বলে উল্লেখ করার পাশাপাশি এর সাথে যারা যুক্ত তাদের স্থান বাংলাদেশে থাকতে পারে না।’
ড. মিজান বলেন, ‘শিশু নির্যাতন ও হত্যার বিচারে রাষ্ট্রের এক ধরনের ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে। শিশু নির্যাতন ও হত্যাকাণ্ডে জড়িতরা আইনের আওতায় ও বিচারের অধীনে না আসায় সে সংস্কৃতি আরও বিকশিত হচ্ছে। বিচারহীনতার এই সংস্কৃতি বাসা বাধায় নৈরাজ্যকর এ অবস্থা তৈরি হয়েছে।’
হত্যা নিয়ে সারা দেশে জনমত তৈরি হওয়ায় রাষ্ট্র চাপে পড়ে দ্রুত বিচার করতে বাধ্য হয়েছিল এমন মন্তব্য করেন মানবাধিকারের এই কর্মকর্তা।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘শিশু হত্যার মতো বর্বরতা বন্ধে সব শিশু হত্যায় রাষ্ট্রকে রাজন ও রাকিব হত্যার মতো দ্রুত বিচারের পদক্ষেপ নিতে হবে।’
তিনি বলেন, ‘সারাদেশে শিশু হত্যা ও নির্যাতন যে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে তার প্রতিবাদ ও রাষ্ট্র এবং সরকারের দৃষ্টি আকর্ষণে মানবাধিকার কমিশন এ মানববন্ধনে সংহতি-সম্পৃক্ততা প্রকাশ করছে।’
তুর্কি হত্যায় যার দিকে অঙ্গুলি নির্দেশ করা হচ্ছে সে অভিযুক্তকে বিচারের আওতায় আনা হলেও রাষ্ট্র এ ব্যাপারে একটি বার্তা দিতে পারতো বলে মনে করেন তিনি।
ডেপুটি গর্ভনর নিয়োগে সার্চ কমিটির উদ্দেশ্য কী তা জাতি জানতে চায় বলেও মন্তব্য করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— সংগঠনের চেয়ারপার্সন ড. মাহফুজা খানম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সাগর, প্রেসিডিয়াম সদস্য ডা. আবু সাঈদ ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক তৌহিদ রিপন।
সভাপতিত্ব করেন খেলাঘর আসরের ঢাকা মহানগর সভাপতি সোমেন পোর্দার।
শেয়ার করুন