থাইল্যান্ড সীমান্তে স্টারলিংকের অবৈধ ব্যবহার: মিয়ানমার স্ক্যাম সেন্টারের নতুন শক্তি।
জনকণ্ঠের সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
দৈনিক জনকণ্ঠের সম্পাদকসহ পত্রিকার তিন সাংবাদিকের বিরুদ্ধে দশ হাজার কোটি টাকার মানহানির অভিযোগের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত ।
সোমবার ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রাণী চক্রবর্তী এ পরোয়ানা জারি করে আগামি ২৫ এপ্রিলের মধ্যে গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এ তিন সাংবাদিক হলেন- জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খান মাসুদ, উপদেষ্টা সম্পাদক তোয়াব খান ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা সিএমএম আদালতে ১০ হাজার কোটি টাকার মানহানির অভিযোগে এ মামলা দায়ের করেন ঢাকা মেট্রোবারের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট আরফান উদ্দিন খান।
ওইদিন আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। তাদেরকে ২১ মার্চের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠের ষষ্ঠ পাতায় ‘অবসরের পরে রায় লেখা : এজেন্ডা খালেদার, বাস্তবায়নের দায় নতুন কাঁধে’ শিরোনামে বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।
বাদী দাবি করেন, এতে প্রধান বিচারপতিসহ তার সম্মান ক্ষুন্ন হয়েছে। এটি টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব না হলেও এর আনুমানিক ক্ষতি প্রায় ১০ হাজার কোটি টাকা।
শেয়ার করুন