রোহিঙ্গা শিবিরে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস
কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা শিবিরে আবারও আগুন লেগেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে পোড়া কয়লা থেকে আগুন লেগেছে বলে জানা গেছে।
উখিয়ার ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, কয়লা থেকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার ১৩ রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচ শতাধিক স্থাপনা পুড়ে গেছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন