ভারতের জম্মুর আখনুরে আজ বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়েছে
ভারতের জম্মুর আখনুরে আজ বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাসটিতে ৫০ জন যাত্রী ছিল। এদের বেশির ভাগই ছিলেন উত্তর প্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান থেকে আসা তীর্থযাত্রী। তারা রায়েসি জেলার বিখ্যাত শিব খড়ি মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করছিলেন, পথিমধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে।
দেশটির পুলিশ সূত্রে খবর, আহতদের উদ্ধার করে আখনুর হাসপাতাল ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন