আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

        সেতু উন্নয়নকাজের জন্য রাতে ইউএস-১০১ ফ্রিওয়ে বন্ধ থাকবে

        ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলেসের ডাউনটাউন

        অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার শীর্ষ নেতাদের সমন জারি

        চতুর্থ সন্তানের মা হতে চলেছেন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স

        দক্ষিণ ক্যারোলাইনায় হামের সংক্রমণ বেড়েই চলেছে

        দুর্ঘটনায় ফার্মেসির ভেতরে ঢুকে পড়ল টেসলা, আহত ২

        ইন্ডিওর কাছে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ‘এটা বর্ণভিত্তিক প্রোফাইলিং’: অরেঞ্জ কাউন্টিতে ফেডারেল অভিবাসন অভিযানে আতঙ্ক

        গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক হুমকি বাস্তবায়নের অঙ্গীকার ট্রাম্পের, ইউরোপীয় ইউনিয়নের সতর্ক বার্তা

আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে ফুঁসে উঠেছে সাধারন মানুষ

আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে ফুঁসে উঠেছে সাধারন মানুষ

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে ফুঁসে উঠেছে ঝিনাইদহ-৪ আসনের সাধারণ মানুষ। প্রায় প্রতিদিনই মানববন্ধন ও কর্মসূচি চলমান। এসব মানববন্ধন থেকে বলা হচ্ছে, এমপি আনোয়ারুল আজীম গুম, নাকি হত্যার শিকার হয়েছেন? তারা এর রহস্য উন্মোচনসহ যড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানিয়ে আসছেন। 


এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ জুন) সকাল ৯টার দিকে কালীগঞ্জ শহরের সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে এ দাবি জানান।

 

সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গৌতম বিশ্বাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, এমপি আনার কি আসলেই হত্যার শিকার, নাকি গুম হয়েছেন? এর রহস্য উন্মোচনসহ ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবি করেছেন তারা। তারা মনে করেন, কালীগঞ্জেরও কেউ কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে।


প্রসঙ্গত, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার গত ৬ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান। ১৩ মে থেকে নিখোঁজের পর ২২ মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউ টাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনসে খুন হয়েছেন বলে সংবাদ আসে। পরবর্তী বিভিন্ন সময়ে খুনিদের আটক ছাড়াও তার লাশের দেহাংশের টুকরা ও হাড়গোড় উদ্ধার হয়েছে বলে গণমাধ্যমে প্রচারিত হয়। কিন্তু এখনো ডিএনএ টেস্টের রিপোর্ট না আসায় এ ঘটনার ধোঁয়াশা কাটছে না। এমপি আজীমের মৃত্যু নিয়ে এখনো চূড়ান্ত রিপোর্ট না হওয়ায় আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠন অব্যাহতভাবে কর্মসূচি পালন করছে। 


উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজীম খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন খুলনা অঞ্চলের একসময়ের চরমপন্থী সন্ত্রাসী শিমুল ভূঁইয়া। জবানবন্দি দেন শিমুল ভূঁইয়ার ভাতিজা তানভীর ভূঁইয়াও। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রমতে, পেশাদার অপরাধী শিমুলের সঙ্গে তানভীরও এই খুনে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। তিনি আনোয়ারুলকে বালিশচাপা দিয়ে শ্বাস রোধ করে হত্যায় অংশ নেন। এ ছাড়া আদালতে জবানবন্দি দেন আরেক আসামি শিলাস্তি রহমান। এদিকে এ হত্যাকাণ্ডের মামলায় ঝিনাইদহ জেলা কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। 


সংশ্লিষ্ট সূত্র বলছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে উঠে এসেছে যে পূর্বপরিকল্পনা অনুযায়ী তানভীর গত ৬ মে বেনাপোল স্থলবন্দর দিয়ে কলকাতায় যান। সেখানে সল্টলেক ও নিউ টাউনের মাঝামাঝি এলাকায় ত্রিশিব হোটেলে ওঠেন। তাদের পরিকল্পনা অনুযায়ী সংসদ সদস্য আনোয়ারুলকে নানাভাবে প্রলুব্ধ করে কলকাতায় নিয়ে যাওয়া হয়। এমপি আজীম ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের আয়োজনে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা আক্তার যূথী, পরিচালনা পর্ষদের সদস্য ওমেদুল ইসলামসহ অনেকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত