আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও বৃষ্টির সম্ভাবনা—মঙ্গলবার ও সপ্তাহজুড়ে আবহাওয়ার পূর্বাভাস

        ক্যালিফোর্নিয়ার ‘মুখোশ নিষিদ্ধ আইন’ নিয়ে ট্রাম্প প্রশাসনের মামলা

        স্টর্ম আরও তীব্র: লস এঞ্জেলেসে ভারি বৃষ্টি, বজ্রঝড় ও বন্যার আশঙ্কা বৃদ্ধি

        ক্যালিফোর্নিয়ার প্রিয় ফুটবল কোচ জন বিম হত্যায় সন্দেহভাজনের স্বীকারোক্তি

        চিনো হিলসে বাড়িতে বিস্ফোরণ: ৩ প্রাপ্তবয়স্ক ও ৬ শিশু হাসপাতালে

        শার্লটে ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযানে দুই দিনে ১৩০ জন গ্রেপ্তার

        মার্কিন ৫০% শুল্কের মধ্যেও ভারতের যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে, কমছে উত্তেজনা

        অস্ট্রেলীয় বিচ ব্র্যান্ড ‘Swim Shady’-কে আইনি নোটিশ এমিনেমের

        হাইড পার্কে বাংগালোতে আগুন—৬৫ বছর বয়সী নারীর লাশ উদ্ধার

        সপ্তাহান্তের প্রবল বৃষ্টির পর আবারও ঝড়ের আঘাত আসছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়

        চিনো হিলসের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো এলাকা; আহত ৮

        টোপাঙ্গা ক্যানিয়ন বুলেভার্ডে ভূমিধসের আশঙ্কা, সোমবার দুপুর পর্যন্ত সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়ার এক কিশোরকে বন্দুক দেখিয়ে আটক, অফ-ডিউটি ICE এজেন্ট গ্রেপ্তার

        গুলিবিদ্ধ নিউইয়র্ক জেটসের খেলোয়াড় ক্রিস বয়েড, অবস্থা আশঙ্কাজনক

        শার্লটে ফেডারেল অভিবাসন দমন অভিযান: প্রায় ১০০ জন গ্রেপ্তার

        ইউটিউবার জ্যাক ডহর্টি মিয়ামিতে মাদকসহ গ্রেপ্তার

        জর্জিয়ায় $৯৮০ মিলিয়ন জ্যাকপট জেতা মেগা মিলিয়নস টিকেট বিক্রি হয়েছে

        ডিজনি ও গুগলের চুক্তি: YouTube TV-তে ফের ABC, ESPN ও অন্যান্য Disney চ্যানেল

        হেমেটে ওভারডোজে বর্ডার পেট্রোল এজেন্টের মৃত্যু

        রিভারসাইড কাউন্টিতে স্কুলে মারামারির ঘটনায় তিন শিক্ষার্থী গ্রেপ্তার

আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে ফুঁসে উঠেছে সাধারন মানুষ

আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে ফুঁসে উঠেছে সাধারন মানুষ

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে ফুঁসে উঠেছে ঝিনাইদহ-৪ আসনের সাধারণ মানুষ। প্রায় প্রতিদিনই মানববন্ধন ও কর্মসূচি চলমান। এসব মানববন্ধন থেকে বলা হচ্ছে, এমপি আনোয়ারুল আজীম গুম, নাকি হত্যার শিকার হয়েছেন? তারা এর রহস্য উন্মোচনসহ যড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানিয়ে আসছেন। 


এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ জুন) সকাল ৯টার দিকে কালীগঞ্জ শহরের সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে এ দাবি জানান।

 

সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গৌতম বিশ্বাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, এমপি আনার কি আসলেই হত্যার শিকার, নাকি গুম হয়েছেন? এর রহস্য উন্মোচনসহ ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবি করেছেন তারা। তারা মনে করেন, কালীগঞ্জেরও কেউ কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে।


প্রসঙ্গত, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার গত ৬ মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান। ১৩ মে থেকে নিখোঁজের পর ২২ মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউ টাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনসে খুন হয়েছেন বলে সংবাদ আসে। পরবর্তী বিভিন্ন সময়ে খুনিদের আটক ছাড়াও তার লাশের দেহাংশের টুকরা ও হাড়গোড় উদ্ধার হয়েছে বলে গণমাধ্যমে প্রচারিত হয়। কিন্তু এখনো ডিএনএ টেস্টের রিপোর্ট না আসায় এ ঘটনার ধোঁয়াশা কাটছে না। এমপি আজীমের মৃত্যু নিয়ে এখনো চূড়ান্ত রিপোর্ট না হওয়ায় আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠন অব্যাহতভাবে কর্মসূচি পালন করছে। 


উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজীম খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন খুলনা অঞ্চলের একসময়ের চরমপন্থী সন্ত্রাসী শিমুল ভূঁইয়া। জবানবন্দি দেন শিমুল ভূঁইয়ার ভাতিজা তানভীর ভূঁইয়াও। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রমতে, পেশাদার অপরাধী শিমুলের সঙ্গে তানভীরও এই খুনে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। তিনি আনোয়ারুলকে বালিশচাপা দিয়ে শ্বাস রোধ করে হত্যায় অংশ নেন। এ ছাড়া আদালতে জবানবন্দি দেন আরেক আসামি শিলাস্তি রহমান। এদিকে এ হত্যাকাণ্ডের মামলায় ঝিনাইদহ জেলা কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। 


সংশ্লিষ্ট সূত্র বলছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে উঠে এসেছে যে পূর্বপরিকল্পনা অনুযায়ী তানভীর গত ৬ মে বেনাপোল স্থলবন্দর দিয়ে কলকাতায় যান। সেখানে সল্টলেক ও নিউ টাউনের মাঝামাঝি এলাকায় ত্রিশিব হোটেলে ওঠেন। তাদের পরিকল্পনা অনুযায়ী সংসদ সদস্য আনোয়ারুলকে নানাভাবে প্রলুব্ধ করে কলকাতায় নিয়ে যাওয়া হয়। এমপি আজীম ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের আয়োজনে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা আক্তার যূথী, পরিচালনা পর্ষদের সদস্য ওমেদুল ইসলামসহ অনেকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত