আপডেট :

        দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি

        সরকারে দলীয় কেউ থাকলে সরিয়ে দিতে হবে: রিজভী

        গ্রিন টি না কি লাল চা, কোনটিতে উপকার বেশি

        থাইল্যান্ড সীমান্তে স্টারলিংকের অবৈধ ব্যবহার: মিয়ানমার স্ক্যাম সেন্টারের নতুন শক্তি।

        নিউইয়র্কের পেন স্টেশনে নবজাতক ফেলে যাওয়া মা গ্রেপ্তার

        অভিষেকে ৫ উইকেট ‘বুড়ো’ আফ্রিদির

        উবার ও লিফট চালকদের জন্য বাধ্যতামূলক ইউনিয়ন আলোচনার আইন পাশ করলো ক্যালিফোর্নিয়া

        যমুনায় এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ: ছাত্র-নাগরিক দলের ভূমিকা নিয়ে আলোচনা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সাবেক প্রেমিকাকে হত্যার দায়ে দম্পতির কারাদণ্ড

        ভয়াবহ ফ্রিওয়ে দুর্ঘটনায় অন্তত ৩ জন নিহত, ট্রাক চালক মাদকাসক্ত অবস্থায় গ্রেপ্তার

        পুতিনের সঙ্গে বৈঠক স্থগিত করল হোয়াইট হাউস, ‘সময় নষ্ট’ করতে চান না ট্রাম্প

        ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম নির্মাণে কে দিচ্ছেন অর্থ? ঘিরে রহস্য ও বিতর্ক

        পুতিনের সঙ্গে বৈঠক স্থগিত করল হোয়াইট হাউস

        অশোভন বার্তা ফাঁসের পর ট্রাম্পের মনোনীত প্রার্থী পল ইঙ্গ্রাসিয়ার পদত্যাগ

        এইচ-১বি ভিসাধারী কর্মী নিয়োগ বন্ধ রাখলো ওয়ালমার্ট

        ম্যাকগাইভার এখন কোথায়?

        হোয়াইট হাউসের একাংশ ভেঙে ফেলছেন ট্রাম্প

        LAX-এর টার্মিনাল ৫-এ পরিবর্তন, ২০২৮ অলিম্পিকের জন্য সংস্কার শুরু

        ক্যালিফোর্নিয়ার কম্পটনে নারী ক্রেতার গুলিতে দোকানে এক ব্যক্তি নিহত

        মাত্র ২৯ বছর বয়সে প্রয়াত আমেরিকান দাবা গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল নারডিটস্কি

দুদকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা : ক্ষোব্ধ নেতারা

দুদকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা : ক্ষোব্ধ নেতারা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক সংগঠনগুলোর নেতারা। এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটবে এবং এটা তাদের অধিকার ক্ষুণ্ন করবে মনে করেন তারা। দুদককে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। 

মঙ্গলবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ ঢাকাটাইমসকে বলেন, “এ ধরনের অপপ্রয়াস সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতায় বিঘ্ন সৃষ্টি করবে। সাংবাদিকদের তথ্য পাওয়ার অধিকার আছে।”

দেশের বৃহৎ সাংবাদিক সংগঠনটির এ নেতা বলেন, “সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। দুদকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করলে বর্তমান সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হবে। স্বাধীন হলেও দুদক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।”তিনি সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতার জন্য দুদককে ইতিবাচক মনোভাব রাখতে বলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র (ডিআরইউ) সভাপতি জামাল উদ্দিন বলেন, “সাংবাদিক নিষিদ্ধের ঘটনাটি ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এটি নিন্দনীয়।” জামাল হোসেন বলেন, “যেকোনো অজুহাতে সাংবাদিক নিষিদ্ধ হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য হবে না। দুদক ও গণমাধ্যম একে অন্যের সহায়ক। দুদকের কাজ দুর্নীতির বিরুদ্ধে অবস্থান। আর গণমাধ্যমের কাজ দুর্নীতির তথ্য তুলে ধরে মানুষকে সচেতন করা।”

দুদক বিটে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেনেইস্ট করাপশনের (র‌্যাক) সভাপতি মিজান মালিক বলেন, “সাংবাদিকেরা দুদকের সহায়ক শক্তি হিসেবে কাজ করে আসছেন। হঠাৎ সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞায় গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে বাধার সৃষ্টি হচ্ছে।” তিনি বলেন, “দুদককে শুরু থেকেই গণমাধ্যম সহযোগিতা করে আসছে। এখন গণমাধ্যমকর্মীদের অসহযোগিতা করা হচ্ছে। এটা নিন্দনীয়।”

গত সপ্তাহ থেকে দুদক কার্যালয়ে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হলেও সোমবার  থেকে তা নিষেধাজ্ঞায় পরিণত হয়। দুপুরে একাধিক গণমাধ্যমকর্মী ৫ম তলায় প্রবেশ করলে সেখানকার নিরাপত্তা ও শৃঙ্খলার কাজে নিয়োজিতরা বলেন, ‘আমাদের ওপর নির্দেশ আছে, কোনো সাংবাদিক যেন ওপরে না উঠতে পারেন।’

এ বিষয়ে দুদকে জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্যের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সচিব স্যার কথা বলবেন। আমার কোনো বক্তব্য নেই।

এর আগে ২০১২ সালে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সময় সাবেক চেয়ারম্যান গোলাম রহমানের কমিশন দুদকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। পরে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিবাদের মুখে সে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত