দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি
প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বেই দেশের দুর্লভ সাফল্য : যুবলীগ
দেশের জিডিপি প্রথমবারের মতো ৭ শতাংশের কোটা অতিক্রম এবং মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে আওয়ামী যুবলীগ। সংগঠনের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে মঙ্গলবার এই অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জিডিপি প্রথমবারের মতো ৭ শতাংশ অতিক্রম করায় এবং মাথা পিছু আয় ১৪৪৬ ডলারে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ।
বিবৃতিতে নেতারা আরও বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রজ্ঞাপূর্ণ, বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশের এই দুর্লভ সাফল্য অর্জিত হয়েছে।
শেয়ার করুন