গাজা যুদ্ধ: ইইউ-এর ভূমিকা প্রকাশ্যে, দায়িত্ববিমুখতার নতুন অজুহাত উঠে আসছে
চুয়াডাঙ্গায় সরকারি ভবন নির্মাণে বাঁশের সলাকা! তদন্ত শুরু
চুয়াডাঙ্গা জেলার দর্শনায় প্রায় আড়াইকোটি টাকা ব্যয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন উদ্ভিদ সংগনিরোধ অফিস ভবন নির্মাণে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা সরেজমিন পরিদর্শনের জন্য শুক্রবার দুপুর দেড়টায় ঢাকা থেকে ৩ সদস্যের প্রতিনিধি দল দর্শনায় এসে তদন্ত শুরু করেছে।
তদন্ত কমিটির প্রধান এর কনসালটেন্ট মোঃ আইয়ুব হোসেন সাংবাদিকদের জানান, ভবনের যেখানেই নির্মাণ কাজের অভিযোগ পাওয়া গেছে, সেখান থেকেই ভাঙার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের দেখভাল করার কাজে নিয়োজিত উপ-সহকারী প্রকৌশলী শুব্রত বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- বেনাপোল স্থল বন্দরের ডেপুটি ডিরেক্টর মোঃ আব্দুল ওয়াজেদ, ঢাকা কৃষি অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা কৃষি কর্মকর্তা নির্মল কুমার দে।
উল্লেখ্য, প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে দর্শনা পৌরসভার পাশে একটি ৫ তলা ফাউন্ডেশনের দ্বিতল ভবন নির্মাণ কাজ শুরু হলে সেখানে রডের সঙ্গে বাঁশের সলাকা দেওয়া হলে ফুসে উঠে এলাকাবাসী।
News Desk
শেয়ার করুন