আপডেট :

        গাজা যুদ্ধ: ইইউ-এর ভূমিকা প্রকাশ্যে, দায়িত্ববিমুখতার নতুন অজুহাত উঠে আসছে

        ২৯ বছরের অপেক্ষা শেষ: সালমান শাহ হত্যা মামলায় পুলিশের প্রথম পদক্ষেপ ইস্কাটন ফ্ল্যাটে

        এমন ওপেনিং দেখা যায়নি অনেকদিন: তবু বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ২৯৯-এ আটকে যায়

        উপদেষ্টা পরিষদ: ২ আইন চূড়ান্ত, ৩টির নীতিগত অনুমোদন

        ট্রাম্পের এশিয়ান ট্যুর শুরু: শি’র সঙ্গে 'ফ্যান্টাস্টিক ডিল' এর প্রত্যাশা বাড়ল

        সরকারি স্থবিরতায় আগামী মাসে ক্যালফ্রেশ সহায়তা বিলম্বিত হতে পারে: নিউজম

        সরকারি স্থবিরতায় খাদ্যসংকট মোকাবিলায় ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা নিউজমের

        একই সফটবল দলের চার সদস্যের মরদেহ উদ্ধার, সন্দেহজনক ওভারডোজে মৃত্যু

        যুক্তরাষ্ট্রে পারিবারিক স্বাস্থ্যবিমার গড় খরচ প্রায় ২৭,০০০ ডলারে পৌঁছেছে

        ডাকাতি করতে গিয়ে নিজেই বিপদে, রেসলারের হাতে মার খেয়ে গ্রেপ্তার

        হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে নতুন বলরুম নির্মাণের ঘোষণা ট্রাম্পের

        প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় হামলা, নিহত ৩

        লস এঞ্জেলেসে অভিবাসন অভিযানে গুলিবিদ্ধ টিকটক নির্মাতা ও মার্কিন মার্শাল

        দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি

        সরকারে দলীয় কেউ থাকলে সরিয়ে দিতে হবে: রিজভী

        গ্রিন টি না কি লাল চা, কোনটিতে উপকার বেশি

        থাইল্যান্ড সীমান্তে স্টারলিংকের অবৈধ ব্যবহার: মিয়ানমার স্ক্যাম সেন্টারের নতুন শক্তি।

        নিউইয়র্কের পেন স্টেশনে নবজাতক ফেলে যাওয়া মা গ্রেপ্তার

        অভিষেকে ৫ উইকেট ‘বুড়ো’ আফ্রিদির

        উবার ও লিফট চালকদের জন্য বাধ্যতামূলক ইউনিয়ন আলোচনার আইন পাশ করলো ক্যালিফোর্নিয়া

প্রায় একযুগ পর ঢাকা মহানগর আ’লীগের নতুন কমিটি

প্রায় একযুগ পর ঢাকা মহানগর আ’লীগের নতুন কমিটি

কাউন্সিলের প্রায় চার বছর পর (কমিটির মেয়াদ উর্ত্তীণের প্রায় একযুগ পর) ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণে ভাগ করে আওয়ামী লীগের দুটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে মহানগরীর আওতাধীন থানা ও ওয়ার্ড শাখার সভাপতি ও সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছে।

উত্তরের সভাপতি ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক সাদেক খান এবং দক্ষিণে সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

 রোববার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলটির ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। কমিটি ঘোষণার পর ঢাকা মহানগর আওয়ামী লীগ ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ’ ও  ‘ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ’ নামে পরিচালিত হবে।

 কমিটি ঘোষণার পর  সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “ঢাকা উত্তর ও দক্ষিণের কমিটি ভালো হয়েছে। ভবিষ্যতে এই কমিটি নির্বাচন ও আন্দোলনে ভূমিকা রাখবে। ”

কমিটি ঘোষণার সময় নেতা-কর্মীরা নানান স্লোগান দেন। অনেক নেতা-কর্মী ফুলের তোড়া নিয়ে আসেন।

ঢাকা উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রতিটি থানা ও ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। দুই মহানগরের পূর্ণাঙ্গ কমিটি কয়েক দিনের মধ্যে দেয়া হবে বলেও জানান হানিফ।

 
নগর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড কমিটিতে আছেন যারা

ঢাকা মহানগর উত্তর

ভাটারা থানা

মোঃ ইসহাক মিয়া    সভাপতি

শহিদ উদ্দিন খন্দকার    সাধারন সম্পাদক



রামপুরা থানা

মোঃ লিয়াকত আলী    সভাপতি

মোঃ কামরুজ্জামান (বাদল)    সাধারন সম্পাদক



বাড্ডা থানা

ওসমান গণি    সভাপতি

হাজী মোঃ জাহাঙ্গীর আলম    সাধারন সম্পাদক



তেজগাঁও থানা

আব্দুর রশিদ    সভাপতি

মোঃ শামীম হাসান    সাধারন সম্পাদক



শিল্পাঞ্চল থানা

মোঃ শফিউল্লাহ    সভাপতি

কাজী রেজাউল হক রেজা    সাধারন সম্পাদক



আদাবর থানা

এম এ মান্নান    সভাপতি

মোঃ সালাউদ্দীন শামীম    সাধারন সম্পাদক



শেরে বাংলা নগর থানা

সাব্বির হোসেন মাসুদ    সভাপতি

আনোয়ার হোসেন মিন্টু    সাধারন সম্পাদক



মোহাম্মদপুর থানা

অধ্যক্ষ এম এ সাত্তার    সভাপতি

মতিউর রহমান মিয়া চাঁন    সাধারন সম্পাদক



মিরপুর থানা

এস এম হানিফ    সভাপতি

অ্যাডভোকেট কাজী আজাদুল কবির     সাধারন সম্পাদক



শাহ আলী থানা

আগা খান মিন্টু    সভাপতি

আবুল কাশেম মোল্লা    সাধারন সম্পাদক



দারুস সালাম থানা

এবিএম মাজহারুল আনাম     সভাপতি

কাজী ফরিদুল হক হ্যাপী    সাধারন সম্পাদক



কাফরুল থানা

জামাল মোস্তফা    সভাপতি

ইঞ্জিঃ আবুল কাশেম     সাধারন সম্পাদক



পল্লবী থানা

মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি    সভাপতি

এ এস এম সারোয়ার আলম     সাধারন সম্পাদক



রূপনগর থানা

হাজী রজ্জ্বব হোসেন    সভাপতি

মোঃ সালাউদ্দীন রবিন    সাধারন সম্পাদক





ক্যান্টনমেন্ট থানা

কাজী রফিকুল ইসলাম    সভাপতি

হাজী মোঃ সামসুল হক    সাধারন সম্পাদক



ভাষানটেক থানা

মোঃ গিয়াস উদ্দিন (ইঞ্জি)    সভাপতি

মোঃ আজমত আলী দেওয়ান    সাধারন সম্পাদক



বনানী থানা

একেএম জসিম উদ্দিন    সভাপতি

মীর মোশাররফ হোসেন     সাধারন সম্পাদক



গুলশান থানা

হাজী মোঃ সুলতান হোসেন    সভাপতি

মোঃ হেদায়েত উল্লাহ    সাধারন সম্পাদক



উত্তরা পূর্ব থানা

বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমদ    সভাপতি

মতিউল হক    সাধারন সম্পাদক



উত্তরা পশ্চিম থানা

অ্যাড. মনোয়ার ইসলাম রবিন    সভাপতি

সাঈদ সিদ্দিকী কাক্কা    সাধারন সম্পাদক



বিমান বন্দর থানা

শাজাহান আলী মন্ডল    সভাপতি

মাকসুদুর রহমান মাসুম    সাধারন সম্পাদক



তুরাগ থানা

আবুল হাসেম চেয়ারম্যান    সভাপতি

এম. ডি হালিম    সাধারন সম্পাদক



খিলক্ষেত থানা

আলহাজ্ব মোঃ কেরামত আলী দেওয়ান    সভাপতি

আসলাম উদ্দিন    সাধারন সম্পাদক



দক্ষিণ খান থানা

অ্যাড. আবু হানিফ    সভাপতি

একেএম মাসুদুজ্জামান মিঠু    সাধারন সম্পাদক



উত্তর খান থানা

মোঃ কামাল উদ্দিন    সভাপতি

মোঃ জয়নাল আবেদীন    সাধারন সম্পাদক



রমনা (উত্তর) থানা

মোঃ মোখলেসুর রহমান    সভাপতি

মোঃ রফিকুল ইসলাম     সাধারন সম্পাদক



 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ওয়ার্ডসমূহ

ওয়ার্ড নং- ০১

সালাউদ্দিন আহমেদ খোকা    সভাপতি

হাজী জালাল উদ্দিন আহম্মেদ    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ০২

আলহাজ্ব আব্দুর রহমান    সভাপতি

আশিকুল ইসলাম আশিক    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ০৩

হালিম মজুমদার    সভাপতি

হালিম মোল্লা    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ০৪

আলমগীর হোসেন    সভাপতি

হাজী সৈয়দ আহম্মদ মোল্লা    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ০৫

আফাজ উদ্দিন সরদার    সভাপতি

খলিলুর রহমান খলিল    সাধারন সম্পাদক



 ওয়ার্ড নং- ০৬

এস এ খোকন    সভাপতি

হাইহুল (সামাদ)    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ০৭

কাজী আব্দুল হাই হারুন    সভাপতি

মোঃ মকবুল হোসেন তালুকদার    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ০৮

শেখ আব্দুল হামিদ    সভাপতি

মোঃ জালাল হোসেন তালুকদার (বাবুল)    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ০৯

মোঃ আজম খান    সভাপতি

মোঃ আলী আশরাফ ইফতেখার    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ১০

মিয়া মোঃ লুৎফর রহমান    সভাপতি

মোঃ শহিদুল ইসলাম (বাবুল আনসারী)    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ১১

মোহাম্মদ উল্লাহ কায়সার    সভাপতি

মোঃ মনিরুল ইসলাম (নিক্কন)    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ১২

মোঃ মুরাদ হোসেন    সভাপতি

 মোহাম্মদ আহসানুল আমিন সিকদার স্বপন    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ১৩

মোঃ সামসুল আলম    সভাপতি

মামুন বিন মোহাম্মদ ডন    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ১৪

মোঃ বিল্লা হোসেন    সভাপতি

মোঃ বদর উদ্দিন খান (বাবুল)    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ১৫

মোঃ জহিরুল ইসলাম খান জহির    সভাপতি

শামীম আহমেদ মাতাব্বর    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ১৬

মোঃ নুরুল ইসলাম    সভাপতি

মোঃ আজগর আলী    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং-১৭

মোঃ আব্দুল হামিদ    সভাপতি

হাজী জাকির হোসেন    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ১৮

মোঃ মোজাফফর হোসেন    সভাপতি

মোঃ তোফাজ্জল হোসেন শিশুল    সাধারন সম্পাদক





ওয়ার্ড নং- ১৯

মোঃ মফিজুর রহমান    সভাপতি

 মোঃ হুমায়ুন সিদ্দিকী (এহিয়া সিদ্দিকী)    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ২০

আব্দুল মান্নান হাওলাদার    সভাপতি

জাহিদুর রহমান দুলাল    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ২১

মোঃ মিজানুর রহমান ধনু    সভাপতি

মোজাম্মেল হক হীরা    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ২২

মোঃ গোলাম রসুল    সভাপতি

এস এম হুমায়ুন কবির হিমু    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ২৩

ফয়সাল বাশার ফুয়াদ    সভাপতি

মোঃ শাখাওয়াত হোসেন শওকত    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ২৪

মোঃ রুহুল কুদ্দুস তপন    সভাপতি

এবিএম জাহাঙ্গীর আলম     সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ২৫

কাজী রেজাউল হক রেজা    সভাপতি

মোঃ রুস্তম আলী    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ২৬

শাহাবউদ্দিন পাটোয়ারী    সভাপতি

শফিউল্লাহ নাজিম    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ২৭

সাহাদত ইসলাম চৌধুরী মিন্টু    সভাপতি

মোঃ তারিক হাসান (কাজল)    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ২৮

মোঃ বেলায়েত হোসেন    সভাপতি

মোঃ আবু দাউদ    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ২৯

হাজী সলিমুল্লাহ সলু    সভাপতি

আলমগীর হোসেন    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ৩০

মোঃ শাহজাহান মিয়া    সভাপতি

মোঃ আবুল কালাম    সাধারন সম্পাদক

ওয়ার্ড নং- ৩১

দিল মোহাম্মদ দিলু    সভাপতি

 মোঃ ওয়ালিউল্যাহ মাস্টার    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ৩২

একেএম আনিসুর রহমান (কাবুল)    সভাপতি

সৈয়দ হাসানুল ইসলাম রাস্টন    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ৩৩

মোহাম্মদ হোসেন সেন্টু    সভাপতি

মোঃ মাইনুল ইসলাম পলাশ    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ৩৪

মোঃ রবিউল আলম    সভাপতি

মোঃ সিদ্দিকুর রহমান ভুঁইয়া    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ৩৫

আলহাজ্ব সাহিদুর রহমান (সাঈদ)    সভাপতি

মোঃ লুৎফর রহমান    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ৩৬

সামছুদ্দিন    সভাপতি

ওয়াহিদুল হক খান     সাধারন সম্পাদক





সাংগঠনিক ওয়ার্ড নং- ৯১

তমিজ উদ্দিন চৌধুরী মন্টু     সভাপতি

জাহাঙ্গীর মোল্লা সজল     সাধারন সম্পাদক



সাংগঠনিক ওয়ার্ড নং- ৯২

হারুন অর রশিদ     সভাপতি

মোঃ নাসির উদ্দিন    সাধারন সম্পাদক



সাংগঠনিক ওয়ার্ড নং- ৯৩

শেখ আব্দুল মান্নান     সভাপতি

 মোঃ সাইদুর রহমান রতন     সাধারন সম্পাদক



সাংগঠনিক ওয়ার্ড নং- ৯৪

আলহাজ্ব মোঃ মইজ উদ্দিন     সভাপতি

মোঃ আমির উদ্দিন    সাধারন সম্পাদক



সাংগঠনিক ওয়ার্ড নং- ৯৫

মোঃ হাফিজুর রহমান     সভাপতি

মোঃ মফিজ উদ্দিন খান    সাধারন সম্পাদক



সাংগঠনিক ওয়ার্ড নং- ৯৬

মোঃ নুরুজ্জামান ইসলাম দর্জি     সভাপতি

কাজী আমিনুল ইসলাম    সাধারন সম্পাদক



সাংগঠনিক ওয়ার্ড নং- ৯৭

আহমেদ হোসেন নুর সাগর     সভাপতি

মোঃ সালাহ উদ্দিন    সাধারন সম্পাদক



সাংগঠনিক ওয়ার্ড নং- ৯৮

মোঃ ইউনুস আলী     সভাপতি

মোঃ আমিনুল ইসলাম    সাধারন সম্পাদক



সাংগঠনিক ওয়ার্ড নং- ৯৯

হাফিজুর রহমান মাহাবুব     সভাপতি

ইকরামুল কবির লাবলু    সাধারন সম্পাদক



সাংগঠনিক ওয়ার্ড নং- ১০০

সানাউল্লাহ মিয়া    সভাপতি

ফরিদ আহম্মেদ    সাধারন সম্পাদক





ইউনিয়নসমূহ

বেরাইদ ইউনিয়ন

আব্দুর রহিম সৈকত    সভাপতি

আইয়ুব আনসার মিন্টু    সাধারন সম্পাদক



ক্যান্টনমেন্ট ইউনিয়ন

মোঃ মোহসিনুল ইসলাম সিদ্দিকী    সভাপতি

মোঃ আব্দুর রশিদ (রাশেদ)    সাধারন সম্পাদক



দক্ষিণখান ইউনিয়ন

মোঃ তারাজ উদ্দিন    সভাপতি

আলহাজ্ব শফি উদ্দিন পনু    সাধারন সম্পাদক



উত্তরখান ইউনিয়ন

মোঃ আলী উল্লাহ    সভাপতি

আতিকুর রহমান মিলন    সাধারন সম্পাদক



হরিরামপুর ইউনিয়ন

আব্দুর রাজ্জাক মেম্বার    সভাপতি

 মোঃ মাহবুবুল ইসলাম ইকবাল    সাধারন সম্পাদক



ডুমনী ইউনিয়ন

মোঃ মোমেন মিয়া    সভাপতি

মোঃ মোক্তার হোসেন    সাধারন সম্পাদক



বাড্ডা ইউনিয়ন

এমদাদুল হক এমদাদ    সভাপতি

 মোঃ ফরহাদ আলী    সাধারন সম্পাদক







সাতারকুল ইউনিয়ন

ডা. আব্দুল মতিন চেয়ারম্যান    সভাপতি

হাজী মোঃ আব্দুল্লাহ খান     সাধারন সম্পাদক



ভাটারা ইউনিয়ন

মোঃ নজরুল ইসলাম ঢালী    সভাপতি

সুবাস সরকার    সাধারন সম্পাদক







ঢাকা মহানগর দক্ষিণ



খিলগাঁও থানা

মোঃ শরীফ আলী খানঁ    সভাপতি

মোঃ মাহবুবুল আলম    সাধারন সম্পাদক





সবুজবাগ থানা

মোঃ আশরাফুজ্জামান ফরিদ    সভাপতি

লায়ন চিত্তরঞ্জন দাস    সাধারন সম্পাদক





মুগদা থানা (নবগঠিত)

আলহাজ্ব মোঃ শামীম আল মামুন    সভাপতি

মোশারফ হোসেন বাহার    সাধারন সম্পাদক





মতিঝিল থানা

বশির উদ্দিন বাবুল    সভাপতি

সাব্বির হোসেন    সাধারন সম্পাদক





শাহজাহানপুর থানা (নবগঠিত)

আব্দুল লতিফ    সভাপতি

আব্দুল মুকিত হাওলাদার হৃদয়    সাধারন সম্পাদক





পল্টন থানা (নবগঠিত)

মোঃ এনামুল হক আবুল    সভাপতি

মোস্তফা জামান পপি    সাধারন সম্পাদক



হাজারীবাগ থানা

ইলিয়াসুর রহমান বাবুল    সভাপতি

হাজী সাদেক হামিদ সাজু    সাধারন সম্পাদক



ধানমন্ডি থানা

কামাল আহমেদ দুলাল    সভাপতি

রফিকুল ইসলাম বাবলা    সাধারন সম্পাদক





কলাবাগান থানা (নবগঠিত)

মোঃ নাজমুল করিম টিংক    সভাপতি

মোঃ নজরুল ইসলাম বাবুল    সাধারন সম্পাদক





নিউমার্কেট থানা (নবগঠিত)

মোঃ জসীম উদ্দিন    সভাপতি

মোঃ হানিফ মিয়া    সাধারন সম্পাদক





রমনা থানা (দক্ষিণ)

মোঃ মোখলেছুর রহমান     সভাপতি

মোঃ রফিকুল ইসলাম    সাধারন সম্পাদক





শাহবাগ থানা (নবগঠিত)

জি.এম. আতিকুর রহমান    সভাপতি

এ্যাড. এম.এ হামিদ    সাধারন সম্পাদক



লালবাগ থানা

হাজী দেলোওয়ার হোসেন    সভাপতি

জনাব মতিউর রহমান জামাল    সাধারন সম্পাদক



চকবাজার থানা (নবগঠিত)

মোঃ সিরাজুল ইসলাম রাডো    সভাপতি

মোঃ ইউনুস সুমন    সাধারন সম্পাদক









বংশাল থানা (নবগঠিত)

আলহাজ্ব গোলাম মোস্তফা    সভাপতি

মোঃ সিরাজ উদ্দিন বাদল    সাধারন সম্পাদক



কোতোয়ালী থানা

হাজী ফজলুর রহমান পর্বত    সভাপতি

আবু হোসেন জামালউদ্দিন বাবলা    সাধারন সম্পাদক



ওয়ারী থানা (নবগঠিত)

আশিকুর রহমান লাভলু    সভাপতি

হাজী আবুল হোসেন    সাধারন সম্পাদক



গেন্ডারিয়া থানা (নবগঠিত)

মোঃ শহিদুল মিনু    সভাপতি

মোঃ লিয়াকত জাহান শিপন    সাধারন সম্পাদক



সূত্রাপুর থানা

হাজী মোঃ সহিদ    সভাপতি

গাজী আবু সাঈদ    সাধারন সম্পাদক



শ্যামপুর থানা

মোঃ তোফাজ্জল হোসেন    সভাপতি

কাজী হাবিবুর রহমান হাবু    সাধারন সম্পাদক



যাত্রাবাড়ী থানা (নবগঠিত)

হাজী মনিরুল ইসলাম মনু    সভাপতি

হারুনুর রশিদ মুন্না    সাধারন সম্পাদক



ডেমরা থানা

রফিকুল ইসলাম খান মাসুদ    সভাপতি

মশিউর রহমান মোল্লা সজল    সাধারন সম্পাদক







কদমতলী থানা (নবগঠিত)

মোঃ নাছিম মিঞা    সভাপতি

মোঃ মোবারক হোসেন    সাধারন সম্পাদক



কামরাঙ্গীরচর থানা

আবুল হোসেন সরকার    সভাপতি

সোলায়মান মাতব্বর    সাধারন সম্পাদক



 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ-এর ওয়ার্ডসমূহ



খিলগাঁও থানা

ওয়ার্ড নং- ০১

আব্দুস সালাম    সভাপতি

নুরুজ্জামান জুয়েল    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ০২

শাহাবুদ্দিন মজুমদার    সভাপতি

মোঃ আব্দুল রাজ্জাক রুবেল    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ০৩

হাজী শাহ আলম    সভাপতি

আমিনুল ইসলাম মিঠু    সাধারন সম্পাদক



নাদিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ

মোঃ জহিরুল ইসলাম ব্যাপারী    সভাপতি

আব্দুল্লাহ আল মামুন    সাধারন সম্পাদক





সবুজবাগ থানা

ওয়ার্ড নং- ০৪

মাসুদ হাসান শামীম    সভাপতি

জাহাঙ্গীর হোসেন    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ০৫

মিসেস তানিয়া হোসেন    সভাপতি

মাসুদ পারভেজ    সাধারন সম্পাদক



দক্ষিন গাঁও ইউনিয়ন

সফিকুল ইসলাম    সভাপতি

মোঃ ফজর আলী    সাধারন সম্পাদক







নবগঠিত মুগদা থানা

ওয়ার্ড নং- ০৬

মোঃ ওয়ালিউল্লাহ জুম্মন    সভাপতি

গোলাম কিবরীয়া রাজা    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ০৭

শরিফুল ইসলাম    সভাপতি

শামীম আহম্মেদ ইকবাল    সাধারন সম্পাদক



মান্ডা ইউনিয়ন

শফিকুল আলম শামীম    সভাপতি

খায়রুজ্জামান খায়রুল    সাধারন সম্পাদক





মতিঝিল থানা

ওয়ার্ড নং - ০৮

হাজী মোঃ সুলতান মিয়া    সভাপতি

ফ,ম সেকান্দার আলী    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং -০৯

মোজ্জামেল হক    সভাপতি

মোঃ মোস্তাফিজুর রহমান মাইনু    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং-১০

শেখ নওশের আলী    সভাপতি

ওমর ফারুক    সাধারন সম্পাদক



শাহজাহানপুর থানা

ওয়ার্ড নং - ১১

কামরুজ্জামান বাবুল    সভাপতি

জাকির হোসেন    সাধারন সম্পাদক







ওয়ার্ড নং- ১২

এনায়েত কবির    সভাপতি

মাজহারুল ইসলাম তুহিন    সাধারন সম্পাদক





পল্টন থানা

ওয়ার্ড নং- ১৩

হাজী মোঃ আব্দুস ছালাম খানঁ সেলিম    সভাপতি

মোঃ জসীম উদ্দিন    সাধারন সম্পাদক



হাজারীবাগ থানা

ওয়ার্ড নং- ১৪

দিল জাহান ভূইয়া    সভাপতি

মোঃ জাকির হোসেন খোকন    সাধারন সম্পাদক





ধানমন্ডি থানা

ওয়ার্ড নং- ১৫

জাকির হোসেন স্বপন    সভাপতি

ফারুক হোসেন    সাধারন সম্পাদক





কলাবাগান থানা

ওয়ার্ড নং- ১৬

মোঃ জামিল হোসেন পলাশ    সভাপতি

মোঃ সারোয়ার    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ১৭

সালাউদ্দিন ঢালী    সভাপতি

মাহবুবুর রহমান    সাধারন সম্পাদক





নিউ মার্কেট থানা

ওয়ার্ড নং- ১৮

সহিদুল কবির সহিদ    সভাপতি

মোঃ বিপ্লব সরকার    সাধারন সম্পাদক





রমনা থানা

ওয়ার্ড নং- ১৯

মোঃ আব্দুল সালাম    সভাপতি

মোঃ সরোয়ার হোসেন    সাধারন সম্পাদক





শাহবাগ থানা

ওয়ার্ড নং- ২০

মোঃ মনোয়ার হোসেন মনু    সভাপতি

মোঃ আব্দুর রব মিয়া    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ২১

মতিলাল সরকার    সভাপতি

মোঃ আলমগীর    সাধারন সম্পাদক





হাজারীবাগ থানা

ওয়ার্ড নং- ২২

শেখ আকতার হোসেন    সভাপতি

তরিকুল ইসলাম সজিব    সাধারন সম্পাদক





লালবাগ থানা

ওয়ার্ড নং - ২৩

ইয়ার মোহাম্মদ    সভাপতি

গোলাম ফারুক    সাধারন সম্পাদক





ওয়ার্ড নং -২৪

একরাম উল্লাহ সরোয়ারদী    সভাপতি

আমির হোসেন    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ২৫

সেলিম আল মোহাম্মদ    সভাপতি

মোঃ সুলতান আহম্মদ বিপুল    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ২৬

আব্দুর রহমান বাবলা    সভাপতি

হাসিবুর রহমান মানিক    সাধারন সম্পাদক





চকবাজার থানা

ওয়ার্ড নং - ২৭

দেলোয়ার হোসেন    সভাপতি

আনিছুর রহমান হুমায়ন    সাধারন সম্পাদক





লালবাগ থানা

ওয়ার্ড নং - ২৮

হাজী ফয়েজ    সভাপতি

এ্যাডঃ নজরুল ইসলাম রাশেদ    সাধারন সম্পাদক





চকবাজার থানা

ওয়ার্ড নং - ২৯

জাহাঙ্গীর আলম    সভাপতি

জাহাঙ্গীর হোসেন বাবুল    সাধারন সম্পাদক









ওয়ার্ড নং- ৩০

মোঃ ইসতিয়াক মির্জা    সভাপতি

মোঃ হাসান পিল্লু    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং -৩১

ইরুজ আহাম্মেদ অর্ব    সভাপতি

সৈয়দ এয়াকুম নাজিম    সাধারন সম্পাদক





বংশাল থানা

ওয়ার্ড নং- ৩২

জাহাঙ্গীর আলম    সভাপতি

নাঈম আহমেদ    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ৩৩

মোঃ ইলিয়াস রশিদ    সভাপতি

মনির হোসেন মনির    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ৩৪

নাছির উল্লাহ অওয়ালীদ    সভাপতি

মীর মাহবুব রনি    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ৩৫

আলী হোসেন    সভাপতি

এস,আই ফারিয়াদ    সাধারন সম্পাদক





কোতয়ালী থানা

ওয়ার্ড নং- ৩৬

মোঃ জিয়াউল ইসলাম    সভাপতি

বাবু জ্যোতিময় দাস    সাধারন সম্পাদক









ওয়ার্ড নং- ৩৭

মোঃ আনিুসুর রহমান খোকন    সভাপতি

মোঃ রিপন ব্যাপারী    সাধারন সম্পাদক





ওয়ারি থানা

ওয়ার্ড নং- ৩৮

খন্দকার মাইনুর রহমান জুয়েল    সভাপতি

মোঃ মোশারফ হোসেন    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ৩৯

মোঃ রোকন উদ্দিন রোকন    সভাপতি

মোঃ মাসুদুর রহমান মাসুদ    সাধারন সম্পাদক





গেন্ডারিয়া থানা

ওয়ার্ড নং- ৪০

মোঃ আসাদ উল্লাহ আসাদ    সভাপতি

মোঃ সিরাজ উদ্দিন লালা    সাধারন সম্পাদক





ওয়ারি থানা

ওয়ার্ড নং- ৪১

গোলাম রহমান    সভাপতি

হাজী সরোয়ার হাসান আলো    সাধারন সম্পাদক





সুত্রাপুর থানা

ওয়ার্ড নং- ৪২

মোঃ নিজাম উদ্দিন নিজাম    সভাপতি

ফয়সাল আহম্দে নাসির    সাধারন সম্পাদক







ওয়ার্ড নং- ৪৩

মোঃ জাকির হোসেন    সভাপতি

সোঃ আরিফ হোসেন ছোটন    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং-৪৪

মোঃ নিজাম উদ্দিন নিজাম    সভাপতি

মোঃ আনোয়ার হোসেন    সাধারন সম্পাদক







গেন্ডারিয়া থানা

ওয়ার্ড নং- ৪৫

মোঃ হাসান আসকারী    সভাপতি

মোঃ জহিরুল ইসলাম এপোল    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং-৪৬

মোঃ খালেকুজ্জামান ভুলু    সভাপতি

সোলায়মান কাজী মিন্টু    সাধারন সম্পাদক







শ্যামপুর থানা

ওয়ার্ড নং- ৪৭

নাসির আহম্মেদ ভূঁইয়া    সভাপতি

মইন উদ্দিন চিশতী    সাধারন সম্পাদক





যাত্রাবাড়ী থানা অন্তর্গত ওয়ার্ড ও ইউনিয়ন

ওয়ার্ড নং - ৪৮

মোঃ গিয়াস উদ্দিন গেসু    সভাপতি

আবুল কালাম অনু    সাধারন সম্পাদক







ওয়ার্ড নং- ৪৯

আব্দুল মান্নান    সভাপতি

গাজী শামীম    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং - ৫০

শেখ মোঃ রফিকুল ইসলাম    সভাপতি

মোসলিম উদ্দিন মুরাদ    সাধারন সম্পাদক



দনিয়া ইউনিয়ন

আবু বকর সিদ্দিক    সভাপতি

এ,কে খানঁ জয়    সাধারন সম্পাদক





ডেমরা থানা অন্তর্গত ওয়ার্ড ও ইউনিয়ন

ডেমরা ইউনিয়ন

হাবিবুর রহমান হাবু    সভাপতি

আবুল বাসার    সাধারন সম্পাদক



সারুলিয়া ইউনিয়ন

সহিদুল ইসলাম কন্ট্রাকটর    সভাপতি

মোহাম্মাদ আলী    সাধারন সম্পাদক



মাতুয়াইল ইউনিয়ন

লূৎফর রহমান    সভাপতি

মোঃ শান্ত নুর খান    সাধারন সম্পাদক





শ্যামপুর থানা

ওয়ার্ড নং- ৫১

ইমতিয়াজ আহম্মেদ ডালিম    সভাপতি

আমিনুল ইসলাম রোকন    সাধারন সম্পাদক





কদমতলী থানা

ওয়ার্ড নং- ৫২

এ্যাডঃ ফারুক হোসেন    সভাপতি

মোঃ জিল্লুর রহমান    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ৫৩

হাজী সরোয়ার    সভাপতি

হাজী মহাব্বত হোসেন    সাধারন সম্পাদক



শ্যামপুর থানা

ওয়ার্ড নং- ৫৪

লিয়াকত আলী মুফতি    সভাপতি

মোঃ আলমগীর হোসেন    সাধারন সম্পাদক



শ্যামপুর ইউনিয়ন আওয়ামীলীগ

কাজী মোঃ শহিদুল্লহ    সভাপতি

মোঃ আমিনুল ইসলাম    সাধারন সম্পাদক



কামরাঙ্গীরচর থানা

ওয়ার্ড নং- ৫৫

আব্দুর রশিদ    সভাপতি

মোঃ জসিম    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং-৫৬

আমিনুল ইসলাম    সভাপতি

জামাল দেওয়ান    সাধারন সম্পাদক



ওয়ার্ড নং- ৫৭

মোস্তফা সরকার    সভাপতি

মামুন অর রশিদ    সাধারন সম্পাদক



প্রসঙ্গত, প্রায় সাড়ে নয় বছর পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। কাউন্সিলররা দলীয় প্রধানকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষমতা দেন। দ্রুতই মহানগরের অন্তর্গত ১০৩টি ওয়ার্ড, ১৭টি ইউনিয়ন ও ৪৯টি থানা কমিটি গঠনের কথা ছিলো।

আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখার সর্বশেষ কমিটি গঠিত হয় ২০০৩ সালের ১৮ জুন। ওই বছরের জুনে সম্মেলন অনুষ্ঠিত হলেও ২০০৪ সালের ১ এপ্রিল মোহাম্মদ হানিফকে সভাপতি ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করে গঠিত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে ২০০৬ সালের নভেম্বরে মারা যান মোহাম্মদ হানিফ। তাঁর মৃত্যুর পর ১ নম্বর সহসভাপতি ওমর আলী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে থাকেন। এরপর ওয়ান-ইলেভেনের পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পান ৬ নম্বর সহসভাপতি এম এ আজিজ। গত ২৩ জানুয়ারি এম এ আজিজ মারা যান।

শেয়ার করুন

পাঠকের মতামত