আপডেট :

        “ফরিদপুরে এ.কে. আজাদ বাড়িতে বিএনপি মিছিল নিয়ে চড়াও, গণসংহতি আন্দোলনের তীব্র প্রতিবাদ

        ক্লাব বিশ্বকাপে খেলায় Musiala ইনজুরিতে পরাজিত বায়ার্ন — PSG সেমিতে জয়ী

        করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে: একদিনে ২৯৪ ডেঙ্গু রোগী শনাক্ত, একজনের মৃত্যু

        “সাইফুল হক: রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে”

        পাওয়ার প্লেতে ব্যাটিং-ঝড় তোলায় দম বন্ধ করা পরিবেশ

        কার ওপর ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা

        “পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে আফগান সন্ত্রাসী গোষ্ঠীর ৩০ সদস্য নিহত”

        টেকনাফে ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পসহ ১৫০০ ঘরবাড়ি ডুবে গেছে

        ঢাকাতে উল্টো পথে রথ টেনে সম্পন্ন রথ উৎসব—ভক্তদের আনন্দ ও ধর্মীয় আবেগের মেলবন্ধন

        সংরক্ষণ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগ

        “দীর্ঘ মন্দা ভেঙে ঢেউ উঠছে: ১১ মাস পর শেয়ারদরের পুনর্গতি”

        “পবিত্র আশুরা উদযাপন শুরু—কারবালার শোক ও উপবাসের দিন আজ”

        “পবিত্র আশুরা উদযাপন শুরু—কারবালার শোক ও উপবাসের দিন আজ”

        “মঈন খান: ফ্যাসিস্ট সরকারের আমলে গুম-হত্যা ছিল রুটিন কাজ”

        মালয়েশিয়া ‘জঙ্গি’ সন্দেহে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার; ঢাকা দিচ্ছে সহযোগিতার প্রতিশ্রুতি

        মালয়েশিয়া পুলিশের সতর্কতা: ভাঙলেও বাংলাদেশের জঙ্গি হুমকি মুছে যায়নি

        এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ নারী দল

        স্কুলে মোবাইল নিষেধাজ্ঞা কার্যকর: নেদারল্যান্ডে ফোকাস ও ফলাফলে বৃদ্ধি

        মঈন খান আ’লীগকে ‘পলায়নকারী শক্তি’ বললেন

        কাদের গনি চৌধুরী: ভারতের পুশ-ইন কৌশল বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি

বদলির আগে জানা গেল শিল্পকলার টাকা আত্মসাত করেছেন ইউএনও

বদলির আগে জানা গেল শিল্পকলার টাকা আত্মসাত করেছেন ইউএনও

বদলির একদিন আগে নওগাঁর রাণীনগর উপজেলা শিল্পকলা একাডেমির বরাদ্দের প্রায় দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুমের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলাবাসীর মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও।


উপজেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা যায়, ভালো ফলাফলের জন্য অবকাঠামোগত উন্নয়নে জেলার রাণীনগর ও নিয়ামতপুর উপজেলা শিল্পকলা একাডেমিরকে গত অর্থবছরে (গত মে, ২০২৪) বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এক লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। যে অর্থ সরাসরি ইউএনও বরাবর দেওয়া হয়।

যা পরবর্তীতে উপজেলা শিল্পকলা একাডেমির কমিটির পরামর্শক্রমে অবকাঠামোগত উন্নয়ন কাজে ব্যয় করার কথা এবং নিয়ম অনুযায়ী উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ তহবিল হিসাবটি সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক-এর যেকোনো একজন এবং কোষাধ্যক্ষ/সদস্য-সচিব এর যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে।

এমন নিয়ম থাকলেও ইউএনও উম্মে তাবাসসুম উর্ধ্বতন কর্মকর্তার কথা বলে বরাদ্দের টাকা উপজেলা শিল্পকলা একাডেমির নিজস্ব হিসাব নম্বরে জমা না দিয়ে গোপনে অন্য ব্যাংকে আলাদা হিসাব খুলে টাকা উত্তোলন করেছেন। এবং উত্তোলন করা টাকা উপজেলার বিভিন্ন খাতে খরচ দেখিয়ে ইতিমধ্যেই অনেক টাকা খরচ করেছেন বলে জানা যায়। এছাড়া শিল্পকলার নামে বরাদ্দ হওয়া নিয়মিত বাৎসরিক ৫০ হাজার টাকারও কোনো হদিস মিলছে না বলে জানা যায়।

উপজেলা শিল্পকলা একাডেমির ওস্তাদ আব্দুল মান্নান জানান, পূর্বের প্রতিটি ইউএনও  শিল্পকলা একাডেমির উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করেছেন। তিনি একজন পক্ষাঘাতগ্রস্থ মানুষ। তার পুরোজীবন এই শিল্পকলায় অতিবাহিত হচ্ছে। পূর্বের স্যারেরা তার ও তবলচি বাবলুর পারিবারিক অবস্থা খুব খারাপ দেখে প্রতি মাসে ছোট্ট একটি ভাতার ব্যবস্থা করেছিলেন। 

এছাড়া প্রতি উৎসবে অল্প করে উৎসব ভাতাও চালু করেছিলেন কিন্তু উম্মে তাবাসসুম এসে তাদের দু’জনের জন্য বরাদ্দ করা সব ভাতা বন্ধ করে দেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে শিল্পকলা একাডেমির তহবিলে থাকা বিভিন্ন অনুদানের টাকাও উপজেলার বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে খরচ দেখিয়ে বরাদ্দের হাজার হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে দাবি করেন তিনি।

উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা  মাহবুবুর রহমান জানান, ইউএনও উম্মে তাবাসসুমের দায়িত্বকালীন শিল্পকলার নামে বরাদ্দ করা কোনো অর্থের বিষয়ে তাকে অবগত করা হয়নি। শুধু তাই নয় সম্প্রতি বিশেষ বরাদ্দের এক লাখ টাকা এবং নিয়মিত বাৎসরিক বরাদ্দ করা পঞ্চাশ হাজার টাকাসহ কোনো টাকার বিষয়েই তিনি অবগত নন।

এমনকি সোনালী ব্যাংক টিটিডিসি শাখায় চালু থাকা উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ তহবিল হিসাবেও এখন পর্যন্ত কোনো টাকা জমা হয়নি। এছাড়া একাডেমির নানা উন্নয়নমূলক কাজ করা হয়নি বলে দাবি করেন তিনি।

এদিকে জানতে চাইলে সোনালী ব্যাংক টিটিডিসি শাখার ম্যানেজার মামুনুর রশিদ তালুকদার জানান, তার শাখায় উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ তহবিল হিসাব নম্বরে দীর্ঘদিন যাবৎ কোনো টাকা জমা হয়নি বলে জানান তিনি।

সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি উম্মে তাবাসসুম মোবইল ফোনে জানান, নিয়মানুসারেই শিল্পকলার নামে বরাদ্দ করা টাকা খরচ করা হয়েছে। আর অবশিষ্ট টাকা জমা আছে। এছাড়া শিল্পকলার সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে ভাতা দেওয়ার কোনো নিয়ম নেই। তাই তিনি ওই দুই জনের ভাতা বন্ধ করে দিয়েছেন।

শিল্পকলা একাডেমির টাকা কোন ব্যাংকের হিসাব শাখায় জমা আছে সেই বিষয়টি জানতে চাইলে তিনি জানান, শিল্পকলার তহবিলে জমা আছে বলে জানান তিনি।

জেলা কালচারাল কর্মকর্তা তাইফুর রহমান মোবাইল ফোনে জানান, বরাদ্দের টাকা একাডেমির কমিটির পরামর্শক্রমে অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করার কথা। তবে রাণীনগরের অনিয়মের বিষয়টি তিনিও লোকমুখে শুনেছেন বলে জানান তিনি।

জানতে চাইলে নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা মোবাইল ফোনে বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত