বিজয়ের আনন্দ অবশ্যই করবো! কিন্তু এখন সময় সংযমেরও, চোখ কান খোলা রাখারওঃ ফারুকী
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এতে আপামর জনতা করছেন বিজয় উল্লাস। বাদ নেই বিনোদন অঙ্গনের মানুষেরাও।
শুরু থেকেই এই আন্দোলনে সরব ছিলেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (৫ আগস্ট) তিনি সামাজিকমাধ্যমে এক পোস্টের মাধ্যমে আনন্দের বার্তা দিয়েছেন।
https://www.facebook.com/mostofa.farooki/posts/26563922703221200?ref=embed_post
তিনি লিখেছেন, ‘বিজয়ের আনন্দ অবশ্যই করবো! কিন্তু এখন সময় সংযমেরও, চোখ কান খোলা রাখারও। আমরা ২০ বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছি। প্রতিহিংসার উত্তর দিবো আমরা কাইন্ডনেস এবং এমপ্যাথি দিয়ে। পাশাপাশি আমরা চোখ খোলা রাখবো আগামী দুই তিন দিন। নিশ্চয়ই আমরা একটা মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে আগাইয়া যাবো। লাস্টলি, স্যালুট টু বাংলাদেশী ইয়ুথ অ্যান্ড পিপল ফ্রম অল ওয়াকস। টুগেদার উই স্ট্যান্ড টল।’
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন