তারেক রহমানকে নিয়ে আঁকা ব্যাঙ্গাত্মক কার্টুনের ছবি পোস্ট করেন মেহেদি ফারুক
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আঁকা ব্যাঙ্গাত্মক কার্টুনের একটি ছবি পোস্ট করেন কার্টুনিস্ট মেহেদি ফারুক। নিজেকে নিয়ে আঁকা ব্যাঙ্গাত্মক সে ছবির পোস্টটি শেয়ার করে কার্টুনিস্টদের আবারও নির্ভয়ে কার্টুন আকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। এদিকে তারেকের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (১২ আগস্ট) নিজের ফেসবুক পেজে তারেকের সেই স্ট্যাটাসের একটি স্ক্রিনশট শেয়ার করে ফারুকী লেখেন, ঠিক আছে, আমি এখন স্বস্তি বোধ করতে পারি?
এরপর ফারুকী ভক্তদের মনে করিয়ে দেন- ‘মনে আছে, আমি ৪২০ ধারাবাহিক বানিয়েছিলাম। যেটা বিএনপি সরকারের ২০০১ থেকে ২০০৭-এর মেয়াদকালীন সময়ে ছিল।’
‘৪২০’ ছিল মোশাররফ করিমকে নিয়ে তৈরি করা সে সময়ের বহুল আলোচিত একটি ধারাবাহিক নাটক। যেটা দেশের রাজনৈতিক পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে।
যে কারণে তারেকের কাছ থেকে কার্টুনিস্টদের জন্য আবারও এমন এক বার্তাকে বেশ ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন এই নির্মাতা। সেটা উল্লেখ করে ফারুকী লেখেন, ‘যাই হোক, এটি একটি সুন্দর, খোলামেলা এবং স্মার্ট পোস্ট। আমাদের সকলের উচিত এটাকে সাধুবাদ জানানো এবং সতর্ক থাকা।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন