শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
দ্বিতীয় দিনে ৪২১ রানে পিছিয়ে বাংলাদেশ
রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ৪৪৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। জবাবে ২৭ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। হাতে আছে পুরো ১০ উইকেট। ৪২১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে টাইগাররা।
পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। সাবধানে খেলতে থাকেন এই দুই ব্যাটার। পাকিস্তানের বোলারদের তেমন কোনো সুযোগ দেননি এই দুই ওপেনার।
১২ ওভারে বিনা উইকেটে ২৭ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। সাদমান ৩০ বলে ১২ ও জাকির ৪২ বলে ১১ রানে অপরাজিত আছেন।
এর আগে প্রথম দিনে বিপর্যয়ে পড়েছিল পাকিস্তান। তবে শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। সেঞ্চুরির দেখা পেয়েছেন এই দুই ব্যাটার।
শাকিল ২৬১ বলে ১৪১ রান করে আউট হলেও ২৩৯ বলে ১৭১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন