নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
ফারাক্কা বাঁধের সবগুলো গেট খোলা নিয়ে জনমনে নানা জিজ্ঞাসা সৃষ্টি
ভারত নির্মিত ফারাক্কা বাঁধের সবগুলো গেট খোলা নিয়ে রাজশাহীর জনমনে নানা জিজ্ঞাসা সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবছর ভরাবর্ষার সময়ে (জুলাই থেকে অক্টোবর পর্যন্ত) ফারাক্কা বাঁধের গেটগুলো খোলা থাকে। যা দুদেশের নিয়মিত ব্যবস্থাপনারই অংশ। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত অর্থাৎ বর্ষা মৌসুম জুড়ে পানি কী পরিমাণ আটকে রাখা হবে বা ছাড়া হবে সেটা নির্ভর করে ভারতের অংশে গড় বৃষ্টিপাত ও নদীর পানি প্রবাহের ওপর।
একাধিক বিশেষজ্ঞ জানান, বর্ষা মৌসুমে ফারাক্কা বাঁধের প্রতিটি গেট খোলা থাকে। তবে তার পরিমান ৬ ইঞ্চির মত। বাঁধ খোলা থাকলেও উজানে আর ভাটি এলাকায় (নদীতে) পানির উচ্চতার তারতম্য থাকে। যখন উজানে পানির উচ্চতা বৃদ্ধি পায় এবং ফিডার ক্যানেলে পানি পরিপুর্ন হয়, বন্যার অবস্থা তৈরি হয় তখন ফারাক্কার গোটগুলো ৬ ইঞ্চির থেকে বাড়িয়ে পুরোটা খোলা হয়। এতে ভাটিতে বিপদের শংকা বাড়ে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর তথ্য মতে, গঙ্গা -পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে।
পদ্মা নদীর চাপাইনবয়াবগঞ্জ পয়েন্টে পানির সমতল- ২০.৪৬ মি. (সমুদ্রপৃষ্ঠ থেকে) যেখানে বিপদসীমা- ২২.০৫ মিটার। অন্যদিকে রাজশাহীর বোয়ালিয়া পয়েন্টে পানির সমতল- ১৬.৩০ মি. (সমুদ্রপৃষ্ঠ থেকে) যেখানে বিপদসীমা- ১৮.০৫ মিটার।
পূর্বাভাস মতে, গতকাল সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত আগের গত ৯ ঘন্টায় পদ্মা নদীর পানির সমতল স্বাভাবিক হারে ২ সেন্টিমিটার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফারাক্কা বাঁধের গেটগুলো আগে থেকেই খোলা ছিল এবং বর্তমানে খোলা আছে। তবে আগামী ৪৮ ঘন্টায় পদ্মা নদীর পানির সমতল অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নাই মর্মে পূর্বাভাস রয়েছে।
শেয়ার করুন