গাজা যুদ্ধ: ইইউ-এর ভূমিকা প্রকাশ্যে, দায়িত্ববিমুখতার নতুন অজুহাত উঠে আসছে
রিজার্ভ চুরিতে জড়িত দেশি-বিদেশি সবাইকে আইনের আওতায় আনা হবে : অর্থমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্থ চুরির সঙ্গে দেশি বা বিদেশি যেই জড়িত হোক না কেন, সবাইকে আইনের আওতায় আনা হবে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার দশম জাতীয় সংসদের দশম অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অভিযুক্তদের কাছ থেকে ৯ দশমিক ৮২২ মিলিয়ন মার্কিন ডলার ফেরত নিয়ে ফিলিপাইনের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এএমএলসির কাছে জমা দেওয়া হয়েছে। এ অর্থ বাংলাদেশকে ফেরত দিতে প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণের জন্য ইতিমধ্যে ফিলিপাইন সিনেটের ব্লু রিবন কমিটি এএমএলসিকে নির্দেশ দিয়েছে।
চুরি হওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কায় পাঠানো অর্থের প্রায় পুরোটাই (১৯ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার) ইতিমধ্যে ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
শেয়ার করুন