আপডেট :

        নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার

        ওষুধ নয়, অস্ত্রোপচারও নয়: সহজ হাঁটার কৌশলেই আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাফল্য বিজ্ঞানীদের

        জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক পরিষদ গঠনের উদ্যোগ

        সনাতন ধর্মীয় তীর্থস্থানে উসকানি প্রতিরোধে প্রশাসনকে নির্দেশ

        বিজরীর প্রতিধ্বনি: নজরুলের গানে নারীর স্বাধীনতার স্বর

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        মোদি-ট্রাম্পের বন্ধুত্ব ভেঙে পড়ল: 'অত্যন্ত ভয়ংকর' বলে ট্রাম্পের তিরস্কার, ভারতে রাজনৈটিক ঝড়!

        হিজাব নিয়ে বিতর্কে ভিকারুননিসার শিক্ষিকা বরখাস্ত, তদন্তের প্রতিশ্রুতি

        প্রেমের গল্পে নতুন অধ্যায়: টেলর সুইফট-কেলসের বাগদানে উচ্ছ্বাস!

        ডাচ ক্রিকেট দলে নতুন মুখ: সিলেটে বাংলাদেশ সিরিজের জন্য তিন পরিবর্তন

        শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু

        অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে 'দুর্বল নেতৃত্বের ফল' বলে আখ্যায়িত করল ইরান

        দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন

        ট্রাম্পের ঘোষণা: ওয়াশিংটন ডিসির খুনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

        ক্যালিফোর্নিয়ার অ্যাকটনে গাড়ির ভেতরে দুইজনের মরদেহ উদ্ধার

        মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জয়: ৩৭% শ্রমিক বাংলাদেশি

        স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর

        সাকিবের মনের শান্তি: পরিবারের সঙ্গে কাটানো সময়

কু-প্রভাব থেকে বাংলাদেশে ধীরে ধীরে সেরে উঠছে

কু-প্রভাব থেকে বাংলাদেশে ধীরে ধীরে সেরে উঠছে

ছাত্র-জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেইদিনই হাসিনা সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন। ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের ওপর তৎকালীন সরকার যে হিংসাত্মক দমন-পীড়ন চালিয়েছে এবং এতে হাজারের বেশি নিহত হয়েছে- সেইসবের প্রভাব থেকে বাংলাদেশে ধীরে ধীরে সেরে উঠছে। 


বিশ্বব্যাপী বুদ্ধিজীবী মহল জানতে আগ্রহী যে- যাকে একসময় আয়রন লেডির তকমা দেওয়া হয়েছিল- সেই হাসিনা এত দ্রুত কেন তার ক্ষমতা হারালেন। ২০০৯ সাল থেকে হাসিনা বাংলাদেশকে স্বৈরাচারীর মতো শাসন করেছেন, সকল বিরোধীদলকে বেপরোয়াভাবে দমন করেছেন।  

শেখ হাসিনা আমলে বহুদলীয় গণতন্ত্রের অবক্ষয় ও একদলীয় শাসন চাপানোর প্রচেষ্টা নিয়ে দেশে যে ব্যাপক উদ্বেগ ছিল- তার ক্ষমত্যাচ্যুতির পর সেটির অবসান হয়েছে। এটি অবশ্যই বাংলাদেশে জনগণের মুহূর্ত। অনেকেই এই পরিবর্তনকে বর্ণনা করতে 'মনসুন রেভ্যুলেশন' শব্দ ব্যবহার করছে। 

তবে এই পরিবর্তন স্থায়ী হবে কিনা এবং শিগগিরই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে কিনা তা এখনো স্পষ্ট নয়। হাসিনার দল আওয়ামী লীগ তাদের বিশাল আস্থার জায়গা হারিয়েছে। তবে ধর্ম নিরপেক্ষতার প্রতিনিধিত্ব করে- এমন দোহাই দিয়ে তারা ফিরে আসার চেষ্টা চালাবে।  

শেখ হাসিনার ১৫ বছরের শাসনে দেশটিতে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। যদিও সেটি অন্তর্ভুক্তিমূলক ছিল না এবং বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মধ্যে বৈষম্য তীক্ষ্ণ হয়েছে।  

অন্যদিকে পররাষ্ট্র নীতিতে হাসিনা ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করাকে বেছে নেন- যেটি মুক্তিপ্রেমী বাংলাদেশির জন্য ছিল শ্বাসরুদ্ধকর। বর্তমানে বাংলাদেশে ভারতের প্রভাব সঙ্কুচিত হয়েছে কিন্তু এটা স্পষ্ট যে ভারত তার প্রভাব রক্ষার সর্বাত্মক প্রচেষ্টা করবে।

এখন ভারতের নেতাদের চ্যালেঞ্জ হচ্ছে তারা কীভাবে তাদের দেশে হাসিনার উপস্থিতির পরিস্থিতি সামলাবেন। যতদিন তিনি দিল্লিতে অবস্থান করবেন ততদিন ঢাকার সঙ্গে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা কম। 

দেশ দুইটি ২০১৩ সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করেছে। সেই চুক্তি অনুযায়ী, বাংলাদেশে অনেকেই হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা ৯০টিরও বেশি ফৌজদারি মামলার বিচারের জন্য তাকে ফিরে আসার আহ্বান জানিয়েছে।   

তবে বাংলাদেশে যে পরিবর্তন এসেছে সেটি ম্যানিপুলেট করার চেষ্টা চালাচ্ছে ভারত। দেশটির গবেষক ও মিডিয়া ব্যাখ্যা করছে যে এই পরিবর্তন বাংলাদেশকে মুসলিম মৌলবাদের দিকে ধাবিত করবে। 

এদিকে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাজনৈতিকভাবে উত্তেজক পরিবেশ মোকাবেলা করতে ও অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সংগ্রাম করছে। সপ্তাহব্যাপী বিক্ষোভের কারণে দেশের গার্মেন্টস সেক্টরের একটি অংশ ধুঁকছে। তবে সরকার পরিস্থিতি সামাল দিতে টাস্ক ফোর্স গঠন করেছে। 

ছাত্র নেতৃত্ব নির্বাচনের আগে দেশটির বিচার বিভাগ, পুলিশ ও নির্বাচন কমিশনে মৌলিক সংস্কার চায়। তাই মনে হচ্ছে নির্বাচন 'কিছু সময়ের' জন্য পেছাতে পারে। এ ছাড়া ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করতে চান। সেইসঙ্গে তিনি বাংলাদেশকে আসিয়ানের সদস্য বানাতে চান। 

বাংলাদেশের এই পরিবর্তনে পাকিস্তানের কেমন প্রতিক্রিয়া হওয়া উচিৎ? পাকিস্তানিরা বাংলাদেশের জনগণের অভিমতকে গ্রাহ্য করে। বাংলাদেশিদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের অধিকারকে তারা যেভাবে চান তা সম্পূর্ণভাবে সম্মান করা উচিত। হাসিনার পতন বাংলাদেশ-পাকিস্তানের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপনের সুযোগ দিয়েছে।  

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত