নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে
শাসনপদ্ধতি শেখ হাসিনাকে দানব বানিয়েছে: জি এম কাদের
বাংলাদেশের শাসনপদ্ধতি শেখ হাসিনাকে দানব বানিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেন, বাংলাদেশের শাসন পদ্ধতি শেখ হাসিনাকে দানব বানিয়েছে। আমাদের সংবিধান সরকারকে অসীম ক্ষমতা দেয়। এ কারণেই যে কোনো রাজনৈতিক দল দানবে পরিণত হতে পারে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিদ্যমান সংবিধানে দেশের নির্বাহী বিভাগ, আইন সভা ও বিচার বিভাগের প্রায় শতভাগই সরকারপ্রধানের হাতে থাকে বলেও উল্লেখ করেন জি এম কাদের। তিনি বলেন, সাংবিধানিক পদগুলোও সরকারপ্রধানের হাতের মুঠোয়। কারও কাছেই সরকারের জবাবদিহি নেই। এ কারণেই বাংলাদেশের যে কোনো সরকারই দানবে পরিণত হতে পারে।
অন্তর্বর্তীকালীন সরকার একটি ভালো নির্বাচন উপহার দেবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা এই ভালো নির্বাচনের আগেই সংবিধানসহ সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার চাই। আমরা চাই ভালো নির্বাচনের পর যেন কোনো সরকার আর দানব হতে না পারে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন