আপডেট :

        নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার

        ওষুধ নয়, অস্ত্রোপচারও নয়: সহজ হাঁটার কৌশলেই আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাফল্য বিজ্ঞানীদের

        জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক পরিষদ গঠনের উদ্যোগ

        সনাতন ধর্মীয় তীর্থস্থানে উসকানি প্রতিরোধে প্রশাসনকে নির্দেশ

        বিজরীর প্রতিধ্বনি: নজরুলের গানে নারীর স্বাধীনতার স্বর

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        মোদি-ট্রাম্পের বন্ধুত্ব ভেঙে পড়ল: 'অত্যন্ত ভয়ংকর' বলে ট্রাম্পের তিরস্কার, ভারতে রাজনৈটিক ঝড়!

        হিজাব নিয়ে বিতর্কে ভিকারুননিসার শিক্ষিকা বরখাস্ত, তদন্তের প্রতিশ্রুতি

        প্রেমের গল্পে নতুন অধ্যায়: টেলর সুইফট-কেলসের বাগদানে উচ্ছ্বাস!

        ডাচ ক্রিকেট দলে নতুন মুখ: সিলেটে বাংলাদেশ সিরিজের জন্য তিন পরিবর্তন

        শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু

        অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে 'দুর্বল নেতৃত্বের ফল' বলে আখ্যায়িত করল ইরান

        দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন

        ট্রাম্পের ঘোষণা: ওয়াশিংটন ডিসির খুনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

        ক্যালিফোর্নিয়ার অ্যাকটনে গাড়ির ভেতরে দুইজনের মরদেহ উদ্ধার

        মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জয়: ৩৭% শ্রমিক বাংলাদেশি

        স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর

        সাকিবের মনের শান্তি: পরিবারের সঙ্গে কাটানো সময়

বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র

বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থীদের সে দেশে উচ্চশিক্ষার প্রসার ঘটিয়ে তাদের বিশ্বমানের দক্ষতা অর্জন এবং একটি ‘নতুন বাংলাদেশ’ গঠনে অবদান রাখার মতো যোগ্যতাসম্পন্ন করে গড়ে তুলতে দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানের এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠান শেষে মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলি সাংবাদিকদের এ বলেন।

তিনি বলেন, আমরা আমেরিকান শিক্ষার প্রসারে আগ্রহী, যেন বাংলাদেশিরা বিশ্বমানের আমেরিকান শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে নতুন বাংলাদেশে অবদান রাখতে পারেন।

‘আনুমানিক ১৪ হাজার বাংলাদেশি শিক্ষার্থী বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে নথিভুক্ত রয়েছেন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ’- বলেন ইবেলি।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের জন্য শিক্ষা বিনিময়ের সম্ভাবনার ওপর জোর দিয়ে তিনি বলেন, এটি আমাদের দুদেশের মধ্যে সম্পর্ক স্থাপনের একটি চমৎকার উপায়।

একাডেমিক প্রোগ্রামের পাশাপাশি মার্কিন দূতাবাস পেশাজীবী বিনিময় সফরেরও সুবিধা দেয়। এর আওতায় প্রতি বছর প্রায় ১০০ বাংলাদেশি পেশাদারকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।

স্টিফেন ইবেলি বলেন, আমরা সর্বদাই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে আগ্রহী।

মার্কিন যুক্তরাষ্ট্রে চার হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজ রয়েছে। এসব প্রতিষ্ঠান বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট সুযোগ দেয়।

মার্কিন দূতাবাসের এ কর্মকর্তা আরও বলেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল ও রাজশাহীতে অবস্থিত এডুকেশনইউএসএ কেন্দ্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নের বিষয়ে বিনামূল্যে তথ্য ও নির্দেশিকা দেয়। তিনি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালগুলোর তথ্যের জন্য দালালদের কোনো অর্থ না দেওয়ার আহ্বান জানান। কারণ এডুকেশনইউএসএ কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সব বিবরণ বিনামূল্যে পাওয়া যায়।

আগের দিন বুধবার স্টিফেন ইবেলি ও মার্কিন দূতাবাসের অন্য কর্মকর্তারা ইএমকে সেন্টারে একটি সেশন চলাকালীন জাগো স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে একটি ইন্টারেক্টিভ ও অনানুষ্ঠানিক সেটিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আলোচনা করেছিলেন।

অধিবেশনটিতে ইউএস-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরও কথাবার্তা হয়েছিল। ইবেলি সেখানে দুদেশের মধ্যে সেতু হিসেবে শিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন। জাগো ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা, বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা ও সামাজিক সহায়তা প্রদানের জন্য নিবেদিত।

ফাউন্ডেশনের ১১টি স্কুল সারাদেশে ৪ হাজার ৫০০টিরও বেশি শিক্ষার্থীকে সেবা দেয়। এগুলো প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নত করতে বিনামূল্যে শিক্ষা দেয়। দুদেশের মধ্যে সাংস্কৃতিক ও একাডেমিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে বাংলাদেশে শিক্ষামূলক উদ্যোগকে সমর্থন করতে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত