বাংলাদেশ সফরে শঙ্কায় প্রোটিয়া
দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আগামী সপ্তাহে ঢাকায় পা রাখার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। এরপর আগামী ২১ অক্টোবর মিরপুরে অনুষ্ঠিত হবে এই সিরিজের প্রথম ম্যাচ। এছাড়া চট্টগ্রামে আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ। আর এই সফরের জন্য ইতিমধ্যে টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ১৫ সদস্যের শক্তিশালী দলও ঘোষণা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
তবে এবার প্রোটিয়া স্কোয়াডে অধিনায়ককে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সংযুক্ত আরব আমিরাতে চলমান দক্ষিণ আফ্রিকা-আয়াল্যান্ডের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে গেল শুক্রবার ব্যাট করার সময়ে কনুয়ে চোট পান অধিনায়ক টেম্বা বাভুমা। পরে ফিল্ডিংও করেননি তিনি, ম্যাচ শেষে জানা গেছে এই সিরিজে আর দেখা যাবে না বাভুমাকে। এতে বাংলাদেশ সফরেও তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
তবে জানা গেছে, দেশে ফিরে চোট নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন বাভুমা। সেখানের চিকিৎসা এবং অবস্থার অগ্রগতির ওপরই নির্ভর করবে তার মাঠে ফেরার সম্ভাব্য সময়। তবে বাংলাদেশ সফরের জন্য ছিটকে যাওয়া খেলোয়াড়দের মধ্যে বাভুমাই প্রথম নয়, এর আগে চোটের কারণে এ সফরের দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে গেছেন পেসার নান্দ্রে বার্গারও।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন