সেপারেশন বলতে কিছু নাই: বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান
কমপ্লিট সেপারেশন বলতে কিছু নাই বলে মনে করেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কমিশনের দ্বিতীয় বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রের তিন অঙ্গকে মিলেমিশে কাজ করতে হবে। কারন আদালত রায় দিলে তার বাস্তবায়ন করে সরকার। আবার বিচার বিভাগ না থাকলে দেশ চলতে পারবে না। তবে বিচার বিভাগের কথা সবাই শুনতে হবে। আমরা চাইব হস্তক্ষেপ না হয়। রায় পছন্দ না হলে আপিলের সুযোগ আছে। কারন রায়ে তো দুই পক্ষকে খুশি করা যাবে না।
বিচারপতি শাহ আবু নাঈম বলেন, আসরা সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারক নিয়োগের একটা নীতিমালা করে দেব। একজন এসে বলবে অমুক আমার চাচা তাকে জজ বানাতে হবে। এটা যাতে না হয় সেজন্য নীতিমালাটা করব।
তিনি বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশন রিপোর্ট প্রস্তুত করবে। তবে কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে মতামত নেওয়া হবে না। আমরা সুপারিশ দেব। সেট নিয়ে হয়তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে উপদেষ্টা পরিষদ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন