গাজা যুদ্ধ: ইইউ-এর ভূমিকা প্রকাশ্যে, দায়িত্ববিমুখতার নতুন অজুহাত উঠে আসছে
বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে জবাই করে হত্যা
বান্দরবানের বাইশারী ইউনিয়নের চাক পাড়ার মংশৈ উ চাক (৭৫) নামের এক বৌদ্ধ ভিক্ষুকে জবাই করে হত্যা করা হয়েছে।
শনিবার ভোরে ভিক্ষুকে খাবার দিতে গেলে ঘরের মধ্যে তার জবাই করা লাশটি দেখতে পায় স্থানীয়রা।
পরে বাইশারী তদন্ত কেন্দ্র থেকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানান গত দুই বছর ধরে ওই বৌদ্ধ ভিক্ষু মন্দিরের পাশে একটি খামার বাড়ি করে সেখানে বসবাস করে আসছিলেন। কে বা করা ভিক্ষুকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।
বাইশারী তদন্ত কেন্দ্রের ভারপ্রাত্ত কর্মকর্তা এস আই আনিসুর রহমান জানান, শুক্রবার গভীর রাতে বৌদ্ধ ভিক্ষুকে জবাই করে হত্যা করা হয়। কারা হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
শেয়ার করুন