জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদের কার্যালয় হবে: সমাজকল্যাণ উপদেষ্টা
সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, শিগগিরই ঢাকায় জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপন করা হবে।
তিনি বলেন, মানবাধিকার পরিষদের কার্যালয় হলে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রগুলো মানবাধিকার পরিষদ সরাসরি তদন্ত করতে পারবে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদের প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে এ কথা বলেন সমাজকল্যাণ উপদেষ্টা।
তিনি বলেন, ঢাকায় জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদের কার্যালয় করার জন্য অন্তর্বর্তী সরকার সম্মতি দিয়েছন। একটা খুব বড় সিদ্ধান্ত।
সমাজকল্যাণ উপদেষ্টা আরো বলেন, শিগগিরই এই কার্যালয় হবে। এখানে কার্যালয় থাকা মানে মানবাধিকারের জায়গা থেকে আমাদের শক্তি বাড়ল।
সূত্র : ইউএনবি
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন