দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
শেখ হাসিনা-নরেন্দ্র মোদী বৈঠক চলছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতয় বারের মতো বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির সঙ্গে। হিমালয় কন্যা নেপালের রাজধানীর কাঠমুন্ডোতে সার্ক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের পর স্থানীয় সময় বিকেল সোয়া তিনটায় হোটেল সলটিতে এ বৈঠক অনুষ্টিত হবে।
বৈঠকে দুই প্রধানমন্ত্রী পর্যায়ে সফর, সন্ত্রাসবাদ, জঙ্গি দমণে একসঙ্গে কাজ করা, আঞ্চলিক সহযোগীতাসহ বিভিন্ন ইস্যু স্থান পাবে এ বৈঠকে। এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় নিউইয়র্কে শেখ হাসিনার সঙ্গে মোদির প্রথম বৈঠকটি হয়েছিল।
হোটেল সলটিতে নরেন্দ্র মোদি ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ৩টা ৫০মিনিটে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, ৪টা ৪০ মিনিটে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এবং ৫টায় মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সন্ধ্যায় সার্ক নেতাদের সম্মানে নেপালের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেয়ার করুন