দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি
ইউপিতে পঞ্চম ধাপের ভোটেও সহিংসতায় প্রাণ হারালেন চেয়ারম্যানপ্রার্থীসহ ৮ জন
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম দফায়ও ভোট জালিয়াতি, বাক্সসহ ব্যালট ছিনতাই, কেন্দ্র দখল, সংঘর্ষ ও সহিংস ঘটনায় কমপক্ষে প্রার্থীসহ ৮ জন নিহত ও সহস্রাধিক আহত হয়েছে ।
কুমিল্লায়প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যানপ্রার্থী নিহত : কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় বিএনপির বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দিন নিহত হয়েছেন।
শনিবার বিকেল পৌনে ৩টার দিকে ওই ইউনিয়নের নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন প্রাথমিক ভাবে প্রতিপক্ষের হামলায় নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
জামালপুরে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও গুলিতে চারজন, নোয়াখালীর বেগমগঞ্জের রায়গঞ্জে একজন এবং চট্টগ্রামের ইছাপুর ও পটিয়ায় দু’জন নিহত হয়েছে।
কেন্দ্র দখল করে নৌকায় সিলমারা,ব্যালট ছিনতাইসহ নানা অভিযোগে কুমিল্লা, বরিশাল, নাটোর, গাইবান্ধা, পাবনা এবং ব্রহ্মণবাড়িয়ার ১৭ বিএনপি, মুন্সীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী ও ১ স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছে।
জাল ভোট, ব্যালট ছিনতাই, কেন্দ্র দখলসহ ব্যাপক অনিয়মের অভিযোগে নোয়াখালী, চট্টগ্রাম, জামালপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, কুমিল্লা, পাবনা, মুন্সীগঞ্জ, সিরাজগঞ্জ ও বরিশালের ৬৫ টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
সংঘর্ষ ও সহিংসতায় এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। চট্টগ্রাম, জামালপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় গুলিবিদ্ধ আহত হয়েছে ১৫ জন।
জামালপুর: পঞ্চম দফায় ইউপি নির্বাচনে ভোটগ্রহণের সময় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন।
আজ সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুঁটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-দেওয়ানগঞ্জ উপজেলায় মাজেদ (১৪), নুরুল ইসলাম (২০), নবীরুল ইসলাম (১৫), জিয়া (২৫)।
দেওয়ানগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল হান্নান জানান, সকালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল করতে চাইলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা তাতে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে কোনো এক পক্ষের গুলিতে ঘটনাস্থালেই দু’জনের মৃত্যু হয়। পরে আহত দুই জনের মৃত্যু হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।
নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় সৈয়দ আহমেদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া সহিংসহায় শিশুসহ দুইজন আহত হয়েছে। তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম : চট্টগ্রামের ইছানগরে নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছে। শনিবার দুপুরের দিকে এক ঘটনা ঘটে।
এ ছাড়াও এখনো বিভিন্ন জায়গায় সহিংসতা ও সংঘর্ষ চলছে বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছে।
এদিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার কর্ণফুলী থানার বড়উঠান ইউনিয়নে মো.ইয়াছিন নামে এক সদস্য প্রার্থী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়ে আরো দুজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার দুপুর ১টার দিকে বড়উঠান ইউনিয়নের শাহ মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
নিহত ইয়াছিন বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর শাহ মীরপুর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী ছিলেন।
এছাড়া শরীফ (৩২) ও আলম (২০) নামে দুজন গুলিবিদ্ধ অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও তিনি জানান।
কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে শাহ মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আকস্মিকভাবে দুইপক্ষে সংঘাত শুরু হয়। গোলাগুলি ও ধারালো ছুরির আঘাতে তিনজন আহত হয়। তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো.ইয়াছিন নামে একজনকে মৃত্যু ঘোষণা করেন।
নোয়াখালীর সেনবাগে ভোট শুরুর আগেই ব্যালট ছিনিয়ে নেয়ার অভিযোগে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সেনবাগ উপজেলার কালারায় চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নির্বাচন কর্মকর্তারা বলেন, ভোট শুরুর আধঘণ্টা আগে কয়েকজন যুবক কেন্দ্রের সাতশ ব্যালট ছিনিয়ে নিয়ে গেছে। তাই এ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা তিনি নিশ্চিত করতে পারেননি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
লক্ষীপুরে জালভোট দেয়ার সময় আটক ১১: লক্ষ্মীপুর সদর উপজেলার ১২ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্য জালভোট দেয়ার অভিযোগে ১১ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার দিঘুলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেয়ার দায়ে আনোয়ার হোসেন নামে এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ওই যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়পুর উপজেলা ভূমি কর্মকর্তা শামীম হোসেন।
অপরদিকে, হাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জালভোট দেয়ার অভিযোগে ১০ যুবককে আটক করে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কান্তি বসর। সকালে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থি’তি ছিল তুলনামূলকভাবে কম।
ভোটের সরঞ্জাম ছিনতাই, সংঘর্ষে আহত ৫: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতওয়া ইউনিয়নের শিশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ সময় কেন্দ্র থেকে ভোটের সব সরঞ্জাম ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই কেন্দ্রে ভোট বন্ধ রয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল।
আহত পাঁচজনের নাম জানা যায়নি। তাঁদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগ প্রার্থী সাইফুন্নাহারের সমর্থকেরা ব্যালট পেপারে সিল মারে। এ সময় সংরক্ষিত আসনের আওয়ামী লীগের আরেক প্রার্থী কোহিনুর বেগমের সমর্থকেরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর মধ্যেই কয়েকজন ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনের সব সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায়। সংঘর্ষে পাঁচজন আহত হয়।
প্রিসাইডিং কর্মকর্তা শাহেদ আলী বলেন, ভোটের কোনো সরঞ্জাম কেন্দ্রে নেই। তাই এখন ভোট গ্রহণ সম্ভব নয়।
ঘটনা স্থলে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক আবুল কাশেমের ভাষ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ২৭টি রাবার বুলেট ছুড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ভোটাররা ভয়ে ছোটাছুটি শুরু করেন। আশপাশের কয়েকটি বাড়িতেও ভাঙচুর চলে।
আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুল আলম বলেন, জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভোট গ্রহণ সাময়িক বন্ধ রয়েছে। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আবার শুরু হবে।
ব্যালটে সিল মারার দায়ে সহকারী প্রিজাইডিং অফিসারের কারাদণ্ড: সিরাজগঞ্জে খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ভাংচুর, ভোটগ্রহণ স্থগিত। সিরাজগঞ্জের শুভগাছায় ব্যালট পেপারে সিল মারার দায়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে ৬ মাসের কারাদন্ড।
ভোট স্থগিত: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের সমর্থকেরা ব্যালট ছিনতাই করে নৌকা মার্কায় ভোট দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এ কারণে সকাল সাড়ে ১০টার দিকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনূর ইসলাম প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেছেন।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতওয়া ইউনিয়নের দুটি কেন্দ্রে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় পাঁচজন আহত হয়েছে। একটি কেন্দ্র থেকে ভোটের সব সরঞ্জাম ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ওই কেন্দ্রে ভোট স্থগিত ও আরেক কেন্দ্রে ভোট বন্ধ রয়েছে। এ ছাড়াও নোয়াখালী, চট্টগ্রাম, জামালপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, কুমিল্লা ও বরিশালের ১৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
ভোট বর্জন: নৌকায় প্রতীকে জোর করে সিল মারা, ব্যালটে ছিনতাইসহ নানা অনিয়মের নানা অভিযোগে কুমিল্লা, বরিশাল, নাটোর, গাইবান্ধা, পাবনা এবং ব্রহ্মণবাড়িয়ার ১২ বিএনপি, মুন্সীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী ও ১ স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছে।
শেয়ার করুন