আপডেট :

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

পুলিশের অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রস্তাব: সফর রাজ হোসেন

পুলিশের অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রস্তাব: সফর রাজ হোসেন

পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বলেছেন, পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রস্তাব দেওয়া হবে। এই অস্ত্রের ব্যবহারের নীতির ক্ষেত্রে ইউরোপের বিভিন্ন দেশের মডেল অনুসরণ করা হবে। তিনি বলেন, পুলিশ যাতে কোনোভাবেই সাধারণ মানুষের প্রতিপক্ষ না হয়। পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে যে, যাতে প্রাণহানিকর অস্ত্র তাদের ব্যবহার করতে না হয়।
রোববার (১৫ ডিসেম্বর) বিগত ১৫ বছরে পুলিশি নির্যাতনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবার (নির্যাতিত ও গুমের শিকার) এবং জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সংস্কার কমিশনের প্রধান এসব কথা বলেন।

আ.স.ম জামশেদ খোন্দকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সংস্কার কমিশনের সঙ্গে বিগত ১৫ বছরে পুলিশি নির্যাতনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবার (নির্যাতিত ও গুমের শিকার) এবং জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে মতবিনিময় সভা হয়। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন ও কমিশনের সদস্য আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ হারুন চৌধুরী, মো. রফিকুল হাসান, মো. গোলাম রসুল, শাহনাজ হুদা, এ এস এম নাসিরউদ্দিন এলান মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি ও সদস্য মো. জারিফ রহমান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— গুমের বিরুদ্ধে সংগঠন ‘মায়ের ডাক’র সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া, শহীদ মিরাজের বাবা মো. আব্দুস সালাম, শহীদ আনাসের পরিবার থেকে তার মা সানজিদা খান ও তার নানা মো. সাইদুর রহমান খান। এছাড়াও গত ১৫ বছরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবার ও পুলিশি নির্যাতনের শিকার ব্যক্তিদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন মিশু আক্তার, আয়েশা আলী, মিসেস রিনা আলম, ঝুমুর, শেখ আব্দুল গফুর, আশরাফুল ইসলাম, সৈয়দা শাম্মি সুলতানা, রব মিয়া।

আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতাসহ পুলিশ সংস্কার কমিশনের কাছে তাদের পুলিশি বিষয়ে সংস্কার চিন্তা তুলে ধরেন। সভায় কমিশনের কাজের অগ্রগতি গণমাধ্যম ব্যক্তিবর্গের উপস্থিতিতে সবাই অবহিত করা হয়।

ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা ও কর্মশালার মাধ্যমে একটি যুগোপযোগী সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পুলিশ সংস্কার কমিশন এ ধরনের কর্মকাণ্ড চলমান রয়েছে।

 

মতবিনিময় সভায় পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, আমরা পুলিশকে জনগণের বন্ধু হিসেবে দেখতে চাই। এজন্য এ বাহিনীকে একটি কাঠামোর মধ্যে আনতে হবে।

অপরদিকে, অস্ত্র হাতে পুলিশের নৃশংসতার প্রমাণ স্বজন হারাদের কথায় পাওয়া যায়। কারও সন্তান ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছে। আবার ভিন্ন রাজনৈতিক আর্দশের কারণে গত ১০ বছর ধরে কারও খোঁজ নেই। পুলিশের হাতে নির্যাতিত পরিবারের সদস্যরা তাদের অসহায়ত্ব তুলে ধরেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত