দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি
বাংলাদেশে পুলিশের লাথিতে নার্সের গর্ভপাত
ধানমণ্ডিতে নার্সদের উপর পুলিশের লাঠিচার্জ
বিপিএসসি’র মাধ্যমে নিয়োগ বাতিল এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসভন ঘেরাও করে বিক্ষোভের সময় বেকার নার্সদের উপর বেপরোয়া লাঠিচার্জ করেছে পুলিশ। এতে প্রায় অর্ধশত নার্স আহত হয়েছেন। এ সময় ৩ মাসের গর্ভবতী এক নার্সের পুলিশের লাথিতে গর্ভপাত হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। আহত হয়েছে ৫৫ জনেরও বেশি।
গতকাল বুধবার রাত ৮ টার দিকে স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে লাঠিচাজের এ ঘটনা ঘটে।
লাঠিচার্জে আহত শতাধিক বেকার নার্সকে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে লাঠিচার্জের বিষয়টি স্বীকার করে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে এসে আন্দোলনরত নার্সরা পুলিশের ওপর চড়াও হয়। পরে হাল্কা লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেয়ার করুন