ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাবি শিক্ষকরা
মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ধারার শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতারা।
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের নেতৃত্বে শ্রদ্ধার্ঘ নিবেদন করে সংগঠনটি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাদা দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক কলা অনুষদের ডিন ও একুশ উদযাপন কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক ও স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ এম এ কাউসার, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল। এবং সহকারী প্রক্টরদের মধ্যে ছিলেন ড. মুহা. রফিকুল ইসলাম, ড. এ কে এম নূর আলম সিদ্দিকী, অধ্যাপক ড. আবু আছাদ চৌধুরী, ড. এনামুল হক সজীব ও ড. শান্টু বড়ুয়া প্রমুখ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন