দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি
গুপ্তহত্যা প্রতিরোধে পুলিশের লাঠি বাহিনী
গুপ্তহত্যাসহ সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে মাগুরার প্রতিটি গ্রাম, পাড়া মহল্লায় গঠন করা হচ্ছে লাঠি-বাশি’র ডিফেন্স পার্টি।
জেলা পুলিশের উদ্যোগে ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা, পুরোহিত, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, গৃহীনিসহ সব শ্রেণির মানুষকে এ লাঠি বাশি’র ডিফেন্স পার্টির সদস্য করা হচ্ছে।
রোববার মাগুরা পুলিশ সুপার একে এম এহসান উল্লাহ সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের গবিন্দপুর, টেঙ্গারখালী ও শ্রীপুর উপজেলার জারিয়া মন্দিরে গ্রামবাসীর হাতে বাঁশের লাঠি ও বাশি তুলে দিয়ে এ ডিফেন্স পাটি’র উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর থানার ওসি আজমল হুদা, শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম রেজা, আঠারখাদা ইউপি’র চেয়ারম্যান সনন্জীবন বিশ্বাসসহ স্ব-স্ব এলাকার ইউপি মেম্বর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, টার্গেট কিলিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে পুলিশের পাশাপাশি মাগুরার প্রতিটি গ্রাম, পাড়া মহল্লায় গঠন করা হচ্ছে লাঠি-বাশি’র ডিফেন্স পার্টি।
রোববার তিনটি গ্রামে কমিটি গঠনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়েছে। দুই-এক দিনের মধ্যে গোটা জেলার প্রতিটি গ্রাম ও পাড়া মহল্লায় এ কমিটি গঠনের কার্যক্রম শেষ হবে বলে জানা গেছে।
কমিটির সদস্যরা লাঠি বাশি হাতে সংঘবদ্ধভাবে চলাফেরা করবেন এবং মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিবেন। কোনো জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠিকে দেখলে তারা তাদের প্রতিহত করবে। পুলিশ তাদের সহযোগিতা করবে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন