সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ
সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফর পিপল ফাউন্ডেশন। তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।
বুধবার (২৬ মার্চ) নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ পুলবাজারে এই পোশাক বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন 'পিস ফর পিপল ফাউন্ডেশন'। এসময় ঈদের নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত হয় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু।
সংগঠনটির ঈদ পোশাক বিতরণ কর্মসূচি 'আনন্দ ঝিলিক-১' এর আওতায় সিদ্ধিরগঞ্জ বাজার ও মিজমিজি এলাকার অর্ধশতাধিক মেয়ে শিশুকে ফ্রক-পায়জামা এবং ছেলেদের শার্ট-গেঞ্জি-প্যান্ট দেওয়া হয়।
পিস ফর পিপল ফাউন্ডেশনের সদস্যরা জানান, সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় সম্পন্ন হয়েছে পুরো আয়োজন। অতীতের মত ভবিষ্যতেও সমাজে সুবিধাবঞ্চিতদের পাশে এবং পরিবেশ রক্ষায় কাজ করে যাবে পিস ফর পিপল ফাউন্ডেশন। আয়োজনে পিস ফর পিপলের প্রেসিডেন্ট মো. তোফায়েল আহমেদ, সেক্রেটারি মো. আশিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মামুন প্রধান, ফান্ড রাইজিং সেক্রেটারি সোলাইমান আসিফ, প্রোগ্রাম সেক্রেটারি মো. আল-আমিন, অফিস সেক্রেটারি মাজহার ইমন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান ও শুভাকাঙ্ক্ষী সদস্য মো. সজীব উপস্থিত হয়ে শিশুদের মাঝে এই পোশাক বিতরণ করেন।
২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া পর থেকে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করছে পিস ফর পিপল ফাউন্ডেশন।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন