সন্ত্রাসবাদের আসল ঘটনা ঢাকতেই ফাহিমকে ‘ক্রসফায়ার’: রিজভী
জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের আসল ঘটনা আড়াল করতেই মাদারীপুরের কলেজ শিক্ষক রিপন চক্রবর্তী হত্যাচেষ্টার সময় হাতেনাতে আটক গোলাম ফায়জুল্লাহ ফাহিমকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ফাহিম জঙ্গি কি না বা তার সঙ্গে আরো কেউ আছে কি না, জিজ্ঞাসাবাদে তা বের হয়ে আসত। তার আগেই তাকে হত্যা করা হলো।
‘জঙ্গিবাদ’ ও ‘আওয়ামী লীগবাদ’ যমজ ভাই বলে মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, দুজনেই রক্তারক্তি পছন্দ করে। এ কারণে যেসব হত্যাকাণ্ড হচ্ছে সরকার কোনোরকম বিচার ও তদন্ত করছে না। মানুষকে হয়রানি করছে।
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান প্রসঙ্গে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, এরপরও কেন রামকৃষ্ণ মিশন ও কুষ্টিয়ায় সেবায়েতকে হুমকি দেয়া হলো?
তিনি বলেন, অভিযান তো শেষ হয়ে গেছে। কিন্তু এখনো দমনপীড়ন চলছে। গ্রেফতার করা হচ্ছে। এ প্রসঙ্গে গাইবান্ধায় শুক্রবার গ্রেফতার বিএনপির নেতা কর্মীদের তালিকা তুলে ধরেন তিনি।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন