গুপ্তহত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: ১৪ দল
দেশব্যাপী গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষমতাসীন ১৪ দল।
রবিবার বিকালে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত শ্যামলী, আসাদ গেইট, ২৭ নম্বর রোড, রাসেল স্কয়ার, গ্রিন রোড, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, পল্টন মোড়, নূর হোসেন স্কয়ার, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্থান পার্ক, ইত্তেফাক মোড়, রাজধানী সুপার মার্কেট, সায়েদাবাদসহ ১৯টি স্থানে সড়কের পাশে অবস্থান নেন নেতা-কর্মীরা।
গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফটকের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে ১৪ দলের সমন্বয়ক মোহম্মদ নাসিম বলেন, জঙ্গিবাদ ও গুপ্তহত্যা প্রতিরোধের জন্য দেশের প্রগতিশীল সব শক্তি এগিয়ে আসতে হবে। গুপ্তহত্যাকারীদের ঠেকাতে করতে সারাদেশের শহর-গ্রাম-পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আজকের এই মানববন্ধনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মাদারীপুরের শিক্ষক হত্যাচেষ্টাকারী ফাহিমকে যেভাবে ধরিয়ে দেওয়া হয়েছে, সেভাবে সারাদেশে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মানববন্ধন থেকে আওয়ামী লীগ ও জোট শরিক দলের নেতারা জঙ্গি কায়দায় এসব হত্যাকাণ্ডের জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, এদেশের মানুষ গুপ্তহত্যা পছন্দ করে না। খালেদা জিয়ার পেট্রোল বোমা যেভাবে বন্ধ হয়েছে, একইভাবে এদেশে গুপ্তহত্যা বন্ধ হয়ে যাবে।
রাসেল স্কয়ারে মানববন্ধনে দাঁড়িয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপি-জামায়াত জোট শাসনামলে একুশে আগস্টের গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র উদ্ধার, শাহ এএমএস কিবরিয়া এবং আহসান উল্লাহ মাস্টারকে হত্যার নজির তুলে ধরে সাম্প্রতিক গুপ্তহত্যার জন্যও তাদের দায়ী করেন।
খালেদা জিয়াকে ‘হতাশ নেত্রী’ আখ্যায়িত করে তোফায়েল বলেন, তিনি ২০১৩ সালে বাংলাদেশকে আগুনের সামনে নিয়ে গিয়েছিলেন। অসংখ্য নিরীহ মানুষ ও অসংখ্য মায়ের কোল খালি করেছেন। ২০১৪ সালে নির্বাচন বানচালের চেষ্টা করে তিনি সফল হননি। আবার ২০১৫ সালেও ৯৩ দিন হরতাল করে এবং অনেক মায়ের কোল খালি করে তিনি ঘরে ফিরেছেন।
গুপ্তহত্যা প্রতিরোধে আগামী ১৫ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত প্রতিবাদ সপ্তাহ পালনের কর্মসূচি ঘোষণা করেন নাসিম।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন