দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
খালেদার জনসভার তোরণ-ব্যানারে অগ্নিসংযোগ
কুমিল্লার দাউদকান্দিতে খালেদা জিয়ার জনসভা উপলক্ষ্যে নির্মিত ২০টি তোরণ ও ব্যানার ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্য়ন্ত ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত সমাবেশের জন্য নির্মিত প্রায় ২০টি তোরণ ভেঙ্গে ফেলেছে সন্ত্রাসীরা বলে অভিযোগ করেন ছাত্রদলের কুমিল্লা উত্তর জেলা সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন।
এ ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের দায়ী উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, "এ ঘটনার পর রাস্তায় শতশত নেতাকর্মী অবস্থান নিয়েছেন।"
প্রতক্ষ্যদর্শীরা জানায়, শুক্রবার রাতে দাউদকান্দিতে খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে তোরণ নির্মাণ করা হয়। সেই তোরণ কে বা কারা এসে ভেঙে ফেলে। ব্যানার-ফেস্টুনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর শনিবার কুমিল্লা টাউন হল মাঠে জনসভা করবেন ২০ দলীয় জোট নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার এ জনসভা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি, এর অঙ্গসংগঠন এবং শরিক দলগুলো।
শেয়ার করুন