চাপাই সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হলেন- বদু মিয়া (৩০) ও ভুট্টু (২৯)।
এর মধ্যে বদু মিয়ার বাড়ি গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রাম এবং ভুট্টুর বাড়ি একই ইউনিয়নের দেবপুর গ্রামে।
চাড়ালডাঙ্গা বিজিবি কর্মকর্তা নায়েক সুবেদার বাবুল মিয়া জানান, চাড়ালডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ভোর রাতে ভারত থেকে গরু নিয়ে আসার পথে বিএসএফের গুলিতে ওই দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মরদেহ বিএসএফের হেফাজতে আছে।
তিনি আরো বলেন, আজ বিকেল ৪টার দিকে কমান্ডিং অফিসার পর্যায়ে বিজিবি-বিএসএফ বৈঠকের পর লাশ আনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন