আপডেট :

        হোয়াইট হাউসের একাংশ ভেঙে ফেলছেন ট্রাম্প

        LAX-এর টার্মিনাল ৫-এ পরিবর্তন, ২০২৮ অলিম্পিকের জন্য সংস্কার শুরু

        ক্যালিফোর্নিয়ার কম্পটনে নারী ক্রেতার গুলিতে দোকানে এক ব্যক্তি নিহত

        মাত্র ২৯ বছর বয়সে প্রয়াত আমেরিকান দাবা গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল নারডিটস্কি

        ইসরায়েল সফরে ভ্যান্স, যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় ট্রাম্প প্রশাসনের উদ্বেগ

        আশ্রয়প্রার্থীদের জন্য ‘তৃতীয় নিরাপদ দেশ’ হিসেবে কাজ করতে সম্মত হলো বেলিজ

        চীনের আধিপত্য রুখতে বিরল খনিজ সরবরাহে যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া ঐতিহাসিক চুক্তি

        চোখে মাইক্রোচিপ বসিয়ে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

        প্রথম ম্যাচে জয়ের পরও ফাঁকা মিরপুরের গ্যালারি

        ১০ মাসেও জুটেনি নতুন বই, বিপাকে ৫৪ শিক্ষার্থী

        পাকিস্তান-আফগানিস্তানের অস্ত্রবিরতি টিকবে?

        বাংলাদেশের আকাশে উল্কাপাত দেখা যাবে মঙ্গলবার রাতে

        দেব-রুক্মিণীর ‘বিচ্ছেদ’ নিয়ে ফের গুঞ্জন

        পিআর পদ্ধতির নামে নির্বাচন ‘ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে’

        সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বিএনপি মহাসচিব

        আইএমএফের কঠোর শর্ত: নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ নয়

        সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

        রোনালদোর স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন তার ছেলে

        ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে টিউশন ফি

        বর্ষা নিজেই গলায় কোপ দেয় জুবায়েদকে

সন্ত্রাস জঙ্গিবাদকে কোনোমতেই প্রশ্রয় দেব না :সংসদে প্রধানমন্ত্রী

সন্ত্রাস জঙ্গিবাদকে কোনোমতেই প্রশ্রয় দেব না :সংসদে প্রধানমন্ত্রী

বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে দৃঢ়কণ্ঠে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলাদেশে সন্ত্রাস-জঙ্গিবাদ যাতে না থাকে, ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স অর্থাৎ কোনোমতেই জঙ্গিবাদ-সন্ত্রাসকে প্রশ্রয় দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি।’
গতকাল বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এদিকে সংসদ অধিবেশন থেকে বেরিয়ে গতকাল দুপুরে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে পল্লী সঞ্চয় ব্যাংকের ১০০ শাখা উদ্বোধন করেছেন।
সংসদে শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক সৌদি আরব সফরকালেও সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের এমন কঠোর অবস্থানের কথা সৌদি বাদশাহর কাছে তুলে ধরা হয়েছে। ওআইসি মহাসচিবের কাছেও বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর করার জন্য সৌদি আরব একটি উদ্যোগ নিয়েছে, একটি ইসলামী জোট করেছে, সেই জোটে বাংলাদেশ যুক্ত হয়েছে। প্রায় ৪০টি দেশ এতে যুক্ত হওয়ার ফলে আজকে জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে গোটা মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার জন্য যা যা করণীয় সেটা বাংলাদেশ করবে। তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ধর্মের সম্মান যেন আমরা আরো উচ্চ শিখরে নিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টাও আমাদের অব্যাহত থাকবে।’
আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম আজাদের সম্পূরক প্রশ্নের জবাবে সৌদি আরবে অবস্থানরত সাবেক ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদকে দেশে ফিরিয়ে এনে শাস্তির পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সংসদ নেতা শেখ হাসিনা।
আওয়ামী লীগের সামশুল হক চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘ এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি বিভিন্ন দেশের যেকোনো শুভ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে বাংলাদেশ একযোগে কাজ করে যাবে।
আওয়ামী লীগের এ কে এম শাহজাহান কামালের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, তাঁর সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে চলেছে। বাংলাদেশের উদার নীতির কারণে এ দেশে বিদেশি বিনিয়োগের চমৎকার সুযোগও হয়েছে। এসব উদ্যোগের ফলে ২০১৪ সালের তুলনায় দেশে ৪০ শতাংশ বিনিয়োগ বেড়েছে।
জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা তৃণমূলে নারীর ক্ষমতায়নে তাঁর সরকারের পদক্ষেপ তুলে ধরেন। এ ক্ষেত্রে ১৯৯৬ সালে তাঁর প্রথম সরকারের নেওয়া স্থানীয় সরকার নির্বাচনে নারীদের জন্য ৩০ শতাংশ সংরক্ষিত আসনে নির্বাচনব্যবস্থা চালুর কথা তুলে ধরে তিনি বলেন, একসময় এই পদ্ধতিতে নির্বাচনে অনেক বাধা দেওয়া হয়েছে। এমনকি পরিবারের সদস্যরাও নারীদের সংরক্ষিত আসনে নির্বাচনের অংশগ্রহণের ক্ষেত্রে বাধা দিয়েছে। পরে তারাই নারীর পক্ষে নির্বাচনে নেমেছে। এই পদক্ষেপ তৃণমূলে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ ও মাইলফলক।
কাজী ফিরোজ রশীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে হাস্যরস করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ভেবেছিলাম উনি প্রশ্ন করবেন নারীদের জন্য এত কিছু করেছেন, পুরুষদের জন্য কী করেছেন? সেদিন বেশি দূরে নয়, হয়তো ভবিষ্যতে দেখা যাবে পুরুষ অধিকার সংরক্ষণ কমিটি করা হচ্ছে। সেই কমিটিতেও আমার সমর্থন থাকবে।’ এ সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
পল্লী সঞ্চয় ব্যাংকের ১০০ শাখা উদ্বোধন : এদিকে বাসস জানায়, পল্লী অঞ্চলের দরিদ্র জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তাদের অর্থনৈতিক সঞ্চয় নিশ্চিত করতে গতকাল সারা দেশে পল্লী সঞ্চয় ব্যাংকের ১০০টি শাখা যাত্রা শুরু করেছে।
গতকাল দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকটির এসব শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ক্ষুদ্রঋণের জাল অনেক সময় দারিদ্র্যের দুষ্ট চক্রের মতো দরিদ্র মানুষকে সহায়-সম্বলহীন নিঃস্ব করে দেয়। তাই আমরা মাইক্রো ক্রেডিটের দর্শন পাল্টে মাইক্রো সেভিংস বা ক্ষুদ্র সঞ্চয়ের ওপর জোর দিয়েছি।’
তিনি বলেন, ‘এই প্রণোদনামূলক ব্যবস্থাই পারে গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্যের মূলোৎপাটন করতে। প্রকল্পের অধীনে দেশের সব ইউনিয়নে-ওয়ার্ডে একটি করে সমিতি গঠিত হয়েছে, এর সদস্যসংখ্যা প্রায় ২৪ লাখ। এটি দেশের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দারিদ্র্য বিমোচন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রতিটি বসতবাড়িকে একটি খামার হিসেবে গড়ে তোলার জন্য আমার ব্যক্তিগত চিন্তা থেকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রম শুরু করেছিলাম। এখন দেশের ৪০ হাজার ৫২৭টি গ্রামে একটি বাড়ি একটি খামার আড়াই হাজার কোটি টাকা যৌথ মূলধন নিয়ে কাজ করছে, যা এক অনন্য দৃষ্টান্ত।’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়র মো. আনিসুল হক ও সাঈদ খোকন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. এইচ টি ইমাম ও ড. মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, অ্যাডভোকেট রহমত আলী এবং পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত