পুলিশ যাকে খুশি তাকে ধরে নিয়ে যাচ্ছে: খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘পুলিশ যাকে খুশি তাকে ধরে নিয়ে যাচ্ছে, ক্রসফায়ার দিয়ে হত্যা করছে। মহিলা-শিশুদের ওপর নির্যাতন করছে প্রতিবাদ করা যাচ্ছে না। আইনের শাসন নেই বলে দেশের এই অবস্থা।’
বুধবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে লেডিস কাবে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. একে এম আজিজুল হক। এ সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খোঁজ খবর নেন।
দেশের সার্বভৌমত্ব আছে কিনা এমন প্রশ্ন তুলে খালেদা জিয়া বলেন, দেশ পরিচালনার নামে দেশের সার্বভৌমত্ব অন্যার হাতে তুলে দিতে ব্যস্ত। দেশের অভ্যান্তরে অন্যদেশের লোক এসে হত্যা করে যায় কেউ প্রতিবাদ করতে পারছে না।
ইফতার মাহফিলে আরো ড্যাবে মহাসচিব অধ্যাপক ডা. জেডএম জাহিদ হোসেন, সহসভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, অধ্যাপক ডা. শহিদুল আলম, অধ্যাপক ডা. ডা. আব্দুল কুদ্দুস, অধ্যাপক ডা. হারুন আল রশিদ, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ডা. যুগ্ম মহাসচিব এসএম ডা. রফিকুল ইসলাম বাচ্চু, উপদেষ্টা অধ্যাপক ডা. এবি ভূইয়া, অধ্যাপক ডা. আশরাফ উদ্দিন, অধ্যাপক ডা. এম আফতাব উদ্দিন, অধ্যাপক ডা. মো. নুরুন্নবী, দপ্তর সম্পাদক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বাবু, ডা. মো. মাগফুর রহমানসহ ড্যাবে কেন্দ্রীয় ও সারাদেশের ড্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন