দলীয় নির্দেশনা না মানায় শ্রমিক দলের দুই থানা কমিটি স্থগিত
দলীয় নির্দেশনা না মানায় ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানা এবং ভাটারা থানা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
শুক্রবার (২ মে) ঢাকা মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে) মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা ও সদস্য সচিব কামরুল জামানের সিদ্ধান্ত মোতাবেক মোহাম্মদপুর থানা এবং ভাটারা থানা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশন না দেওয়া পর্যন্ত উক্ত দুই থানার আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম করিতে পারিবেন না।
সংগঠনের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. সোসলেহ উদ্দিন বাবুল পন্ডিত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক শ্রমকে দিবস (মহান মে দিবস) উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত শ্রমিক জনতার মহা সমাবেশে জাতির উদ্দেশ্যে ভার্চ্যুয়ালি দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সমাবেশে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিদ্ধান্ত পালন না করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ওই দুই থানার কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন