বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন ওয়েবসাইট
যুক্তরাষ্ট্র দূতাবাস একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইট ব্যবহারকারীরা যাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্ব, দূতাবাসের কর্মসূচি এবং ভিসা আবেদনসহ বিভিন্ন বিষয়ে আরো সহজে তথ্য পেতে পারেন সেজন্য এই নতুন ওয়েবসাইট করা হয়েছে।
বৃহস্পতিবার দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, নতুন ওয়েবাইটে বিভিন্ন চলমান কর্মসূচি এবং প্রয়োজনীয় রেফারেন্স তথ্য, ভাষণ ও সংবাদ বিজ্ঞপ্তি ইত্যাদি থাকবে।
নতুন ওয়েবসাইটের ঠিকানা (https://bd.usembassy.gov)।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডেভিড মিলি বলেন, “আমরা আশা করি বাংলাদেশের মানুষের জন্য নতুন এই ওয়েবসাইটটি সহজ এবং অংশগ্রহণমূলক হবে।”
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন