আপডেট :

        চোখে মাইক্রোচিপ বসিয়ে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

        প্রথম ম্যাচে জয়ের পরও ফাঁকা মিরপুরের গ্যালারি

        ১০ মাসেও জুটেনি নতুন বই, বিপাকে ৫৪ শিক্ষার্থী

        পাকিস্তান-আফগানিস্তানের অস্ত্রবিরতি টিকবে?

        বাংলাদেশের আকাশে উল্কাপাত দেখা যাবে মঙ্গলবার রাতে

        দেব-রুক্মিণীর ‘বিচ্ছেদ’ নিয়ে ফের গুঞ্জন

        পিআর পদ্ধতির নামে নির্বাচন ‘ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে’

        সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বিএনপি মহাসচিব

        আইএমএফের কঠোর শর্ত: নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ নয়

        সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

        রোনালদোর স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন তার ছেলে

        ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে টিউশন ফি

        বর্ষা নিজেই গলায় কোপ দেয় জুবায়েদকে

        চীনকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি: চুক্তি না হলে ১৫৫% শুল্কের হুমকি!

        অভিনেতা আসরানি ৮৪ বছর বয়সে মারা গেলেন, দীর্ঘদিনের অসুস্থতায় মৃত্যু

        সিরিজ হারার পর হোয়াইটওয়াশ: বাংলাদেশী ফ্যানদের চোখে অশ্রু, লাহোরে হতাশার রাত্রি

        তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি শুরু হয়েছে

        "অস্ত্রের দৌড়ে বিশ্বের টাকা, শান্তি বিপন্ন"

        লস এঞ্জেলেসে ‘নো কিংস ডে’র প্রতিবাদে ১৪ জন গ্রেপ্তার

        হান্টিংটন বিচে গাড়িচাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু, দুইজন আহত

উত্তরায় আলাউদ্দিন টাওয়ারে আগুন, নিহত বাড়লো ৬

উত্তরায় আলাউদ্দিন টাওয়ারে আগুন, নিহত বাড়লো ৬

রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্সের পাশে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফটে বিস্ফোরণের পর তা ছিঁড়ে পড়ে এবং আগুন ধরে ছয়জন নিহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ ওই আগুনে দগ্ধ হয়েছে দুই শিশু ও তাদের বাবাসহ আরো ২৫ জন। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ছয়জনের মৃত্যুর সংবাদ জানালেও তাদের পরিচয় জানাতে পারেননি। তবে জানা গেছে, নিহতদের মধ্যে একজন নারী ও দুই শিশু আছে।
আহতদের মধ্যে মাহমদুল হাসান (৪০) এবং তাঁর দুই সন্তান মাইশা আক্তার (১১) ও মুক্তাকিনকে (৮ মাস) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। এ ঘটনায় লিফট ছিঁড়ে পড়ে আহত মামুন (২০) নামের আরেকজনকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, নিহত ও আহতরা প্রায় সবাই ওই মার্কেটের দর্শনার্থী। অনেকে ছুটির দিনে পরিবার নিয়ে ঈদের কেনাকাটা করতে যায়। বহুতল ভবনে ভয়াবহ এ আগুনের ঘটনায় ইফতারের সময় রাজলক্ষ্মী কমপ্লেক্সসহ পুরো ৩ নম্বর সেক্টর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখার সময় মার্কেটের ভেতরে তল্লাশি চালাচ্ছিলেন উদ্ধারকারীরা। ওই এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান বলেন, '১৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েকজনকে দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। মৃত্যুর সংখ্যাটি আমি নিশ্চিত করে বলতে পারছি না।'তিনি আরো বলেন, ১৬ তলা ভবনটির নিচতলায় বেইজমেন্ট ও নামাজের স্থান। বিস্ফোরণ হয়ে সেখানে লিফট ছিঁড়ে পড়ে। এরপর পাশের দেয়ালও ধসে পড়ে। মূলত এতেই প্রাণহানি ঘটেছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) বিধান ত্রিপুরা বলেন, 'আমরা এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পেয়েছি। এখনো ভবনে আটকে পড়াদের উদ্ধারে কাজ শেষ করছেন ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।'উত্তরা-পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান জানান, আজ সন্ধ্যায় ইফতারের আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৬ তলা ভবনের বেইজমেন্টে আগুনের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে। পরে জানা গেছে, ওই টাওয়ারের একটি ক্যাপসুল লিফটে বিকট বিস্ফোরণ ঘটে সেটি ছিঁড়ে নিচে পড়ে আগুন ধরে যায়। ওই সময় পাশের আরেকটি লিফটও ছিঁড়ে পড়ে। এতে কয়েকজন দগ্ধ ও বেশ কয়েকজন আহত হয়। বিস্ফোরণে ওই ভবনে থাকা বেশ কিছু কাচের গ্লাস ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে কয়েকজন মারা গেছে বলে তিনি জানান।পরিদর্শক শাহান আরো জানান, ভবনটি শপিং মল হিসেবে পরিচিত। ভবনের প্রথম ছয়তলায় আলাউদ্দিন মার্কেট। ওপরের দিকে বিভিন্ন অফিস রয়েছে। শপিং মলে ঢোকা এবং বেরোনোর আলাদা দুটি পথ আছে। শপিং মলটি কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত এবং অগ্নিনির্বাপণের ব্যবস্থা আছে।আলাউদ্দিন টাওয়ারে মার্কেটের একজন ক্রেতা ও প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জানান, সন্ধ্যা সোয়া ৬টার পর ভবনের লিফটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় ভবনের লোকজন ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দেৌড়ে নিরাপদ স্থানে চলে যায়। বিস্ফোরণের পর ভবনের নিচ থেকে আগুন ধরে যায়। প্রায় আধা ঘণ্টা পর উদ্ধারকারীরা আসে। এরপর কয়েকটি লাশ বের করা হয়েছে বলে দাবি করেন তিনি।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, দগ্ধ দুই শিশু ও তাদের বাবার অবস্থা আশঙ্কাজনক। মাহমুদুল হাসানের শরীরের ৮০ শতাংশ, মেয়ে মাইশার ৫৩ শতাংশ এবং আট মাসের ছেলে মুত্তাকিনের শরীরের ২৩ শতাংশ পুড়ে গেছে।তিনি বলেন, দগ্ধ মাহমুদুল হাসান আবাসন প্রতিষ্ঠান ট্রপিক্যাল হোমসের ঊর্ধ্বতন কর্মকর্তা। আলাউদ্দিন টাওয়ারের বেইজমেন্টে তাঁর অফিস। আজ সন্ধ্যায় স্ত্রী-সন্তানদের নিয়ে নিজের অফিসে ইফতার করার কথা ছিল মাহমুদুলের। তিনি দুই সন্তান নিয়ে আগে বেইজমেন্টে যান। তাঁর স্ত্রী মার্কেটে ঢোকায় পেছনে পড়েন। রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত মাহমুদুলের স্ত্রীর অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।পুলিশ জানায়, নিহতদের লাশ উত্তরার আধুনিক হাসপাতাল ও কয়েকটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন

পাঠকের মতামত