দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে
দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে। ২০২৪ সাল শেষে দেশে মোট বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২৬ লাখ ১০ হাজার বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপের প্রকাশ করা তথ্য অনুযায়ী- ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে তার আগের তিন মাসের তুলনায় বেকার বেড়েছে ৬০ হাজার। ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে বেকার জনগোষ্ঠী ছিল ২৫ লাখ ৫০ হাজার।
এইদিকে বিবিএসের তথ্যমতে, ২০২৪ সালে দেশে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪৮ শতাংশ। আরেকদিকে ২০২৩ সালে ছিল ৪ দশমিক ১৫ শতাংশ।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
শেয়ার করুন