রাজধানীর উত্তরার খালে অস্ত্র উদ্ধারে ফের অভিযান
ফাইল ছবি
রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের দিয়াবাড়ী খালে অস্ত্র উদ্ধারে আবারো অভিযান চালিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
অভিযানে উদ্ধার করা হয়েছে ৩টি ট্রাভেল ব্যাগ, ৫টি ওয়্যারলেস ও বিস্ফোরক দ্রব্য।
শনিবার সকালে উত্তরার ১৬ নম্বর সেক্টরের দিয়াবাড়ী খালে অভিযান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
উত্তরা জোনের উপপুলিশ কমিশনার বিধান ত্রিপুরা জানান, ঘটনাস্থলে আরো অস্ত্র আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এর আগে গত ১৮ জুন ওই খাল থেকে ৯৭টি পিস্তল, ৪৬২টি ম্যাগাজিন, এক হাজার ৬০টি গুলি, ১০টি বেয়নেট ও ১০৪টি গুলি তৈরির ছাচ উদ্ধার করা হয়।
এর পরদিন অভিযানে আরো একটি কার্টনভর্তি বন্দুকের ম্যাগাজিন পাওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন