আপডেট :

        সমুদ্র বাণিজ্যে নতুন ফি: বন্দরে অতিরিক্ত খরচের ঘোষণা

        বাংলাদেশী শর্ট ফিল্ম 'নিশি'র EMA জয়

        মিরাজের প্রশংসা: বাংলাদেশ দলের খেলায় রয়েছে সম্ভাবনা

        পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ ব্লকেড: ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে শিক্ষকরা অটল

        গাজায় স্থায়ী শান্তির পথে: ট্রাম্প দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর ঘোষণা দেন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

        ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে

        প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

        টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জনের মৃত্যুর আশঙ্কা, কেউ বেঁচে নেই

        মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

        পুতিনের মন্তব্য: ট্রাম্প বঞ্চিত হওয়ায় নোবেল পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ণ

        সমুদ্রের তলায় ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি

        ইশরাক হোসেনের জীবনের নতুন অধ্যায়: কে তিনি বিয়ে করছেন?

        জ্বালানি উপদেষ্টা বলেন, এলপিজি সিলিন্ডারের মূল্য রাখতে হবে ১ হাজার টাকার মধ্যে

        চুয়েটের ‘টিম এসরো’ নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এর বিশ্বজয়ী

        নির্বাচনের ফেব্রুয়ারি তাং নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস: মন্তব্য

        সিরিজে রশিদের স্পিনে বাঙালিরা হেরেছে

        আসল নকল মিলছে? আপনার ফোন নকল কিনা জানতে এই উপায়গুলো অনুসরণ করুন

        হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ডেঙ্গুতে মৃত্যুর হার ১ থেকে ৩৮

        দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে তালেবান পররাষ্ট্রমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

ঘুষকাণ্ডে বহিষ্কার ৩ বিএনপি নেতা

ঘুষকাণ্ডে বহিষ্কার ৩ বিএনপি নেতা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ‘বিধবা, স্বামী পরিত্যক্তা, অসহায় নারী এবং হতদরিদ্রদের’ জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল বিতরণে অর্থ আদায়ের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন বিএনপি নেতাকে বহিষ্কার করেছে দলটি। 

আজ শনিবার দুপুরে তদন্ত কমিটি গঠেনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা শায়লা নাজনীন। এতে সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহকে আহব্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল ও উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা শায়লা নাজনীন।

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার লিসা রিসিল বলেন, চাল বিতরণে অনিয়মের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এইদিকে শুক্র ও শনিবার পৃথক আদেশে বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃত নেতারা হলেন-পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সম্পাদক আক্তারুজ্জামান, পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবু এবং স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সদস্য মোবারক হোসেন।

দলীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে দলীয় আদর্শ বিরোধী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সম্পাদক আক্তারুজ্জামান রিপনকে তার পদ ও সকল দলীয় পদ থেকে বহিষ্কার করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার শামীম। 

একইভাবে আজ শনিবার সকালে সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক একে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ও সদস্য সচিব মো. রবিউল ইসলাম এর যৌথ স্বাক্ষরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবুকে তার পদ ও দলীয় সকল প্রকার পদ পদবী থেকে বহিষ্কার করা হয়।

ভিজিডি চাল বিতরণে বিএনপি নেতা ও ইউপি সদস্যের টাকা আদায়, ভিডিও ভাইরালভিজিডি চাল বিতরণে বিএনপি নেতা ও ইউপি সদস্যের টাকা আদায়, ভিডিও ভাইরাল
তাছাড়া স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেনকে ইউনিয়ন বিএনপির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা, উপজেলা প্রশাসন এবং দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে ভিজিডি চাল নেওয়ার জন্য উপজেলা পরিষদ কার্যালয়ে যান ভুক্তভোগীরা। এই সময় চাল পেতে ভুক্তভোগীদের কাছ থেকে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা করে আদায় করা হয়। পরে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, পোগলদিঘা ইউনিয়ন বিএনপি নেতা আক্তারুজ্জামান রিপন ইউপি চেয়ারম্যানের রুমে বসে সাদা কাগজে সুবিধাভোগীদের নাম ও কার্ড নম্বর দেখে দেখে লিখছেন। তার পাশে বসা ইউপি সদস্য মোবারক হোসেন ও ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুজন সুবিধাবীদের কাছ থেকে ২০০ টাকাসহ কার্ড নিয়ে স্বাক্ষর করছেন।

এ সময় একজন সুবিধাভোগীকে বলতে শোনা যায়, ‘আমি তোমাকে খিলেমু (খাওয়াবো)।’ উত্তরে পাশ থকে একজন বলে উঠেন, ‘একবারে ৬ হাজার টাকার চাইল পাইতাছো, ২০০ টাকা দিতে কি সমস্যা? (৬ হাজার টাকার চাল পাচ্ছো, ২০০ টাকা দিতে সমস্যা কি?)’

কিন্তু এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবু। তিনি বলেন, গত বুধবার পোগলদিঘা ইউনিয়ন পরিষদে ভিজিডির কার্ডের চাল বিতরণে অর্থ আদায় করা হচ্ছে এমন খবর পেয়ে পরিষদের সচিবকে জিজ্ঞেস করি; ভেতরে গিয়ে দেখি টাকা আদায় করা হচ্ছে । পরে ভিডিওটি ভাইরাল হয়েছে। আমিই ভিডিও করেছি এই সন্দেহে আমাকেই বহিষ্কার করা হয় । দলের ভালো চেয়ে প্রতিবাদ করায় উপহার হিসেবে বহিষ্কার হয়েছি।

যদিও মোস্তাফিজুর রহমান বাবুর এমন দাবির প্রেক্ষিতে ভিন্ন কথা বলছেন বিএনপির শীর্ষ নেতারা। 

জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, ব্যক্তির দায় কখনও দল নিবে না। ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। ২ জনকে ভিডিওতে দেখা গেলেও ওই ভিডিওতে একজনকে ৬ হাজার টাকার ‘চাইল পাইতাছো, ২০০ টাকা দিতে কি সমস্যা?’-এ কথা বলতে শোনা গেছে। কণ্ঠটি পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুর। তাই তাকেও বহিষ্কার করেছে যুবদল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত