আপডেট :

        ধর্ষকের শাস্তি সবার সামনে হোক: সোহম

        বায়ার্নের দাপটে বিদায় ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো, পিএসজির মুখোমুখি কোয়ার্টারে

        ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে মুরাদনগরে রাজনৈতিক উত্তেজনা: কে দায়ী?

        ইরানের কঠোর হুঁশিয়ারি: ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি

        এশিয়া কাপের সম্ভাব্য সূচি জুলাইয়ে প্রকাশিত হবে

        সরকারের প্রতিশ্রুতি ব্যর্থ: জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি - নাহিদ ইসলাম

        রথযাত্রার উৎসবে বিপর্যয়: উড়িষ্যায় ভিড়ে পিষ্ট হয়ে ৩ মৃত, ১০ জন আহত

        মনু মিয়ার শেষ বিদায়ে অভিনেতা খায়রুল বাসারের মানবিকতার জয়

        মেসি-রোনালদো: সময় পেরিয়েও অপ্রতিরোধ্য ফুটবলের দুই কিংবদন্তি

        মুরাদনগরের অশান্তির জন্য আওয়ামী সন্ত্রাসীদের প্রশ্রয়দাতারা দায়ী: আসিফ মাহমুদ

        ৫.২ মাত্রার ভূমিকম্পে পাকিস্তানে দুইবার কাঁপল ধরিত্রী

        হিরো আলমের যত্নে রিয়া মনি, প্রকাশ করলেন তার শারীরিক অবস্থা

        হাছিনা নয় শেখ হাসিনা নয়, তবুও বারবার বদলাচ্ছে স্কুলের নাম

        জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেট: ২০২৫-২৬ অর্থবছরে ৩২৩ কোটি টাকা

        কোকেন উৎপাদনে ঐতিহাসিক উচ্চতা, জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

        ট্রাম্পের সাথে সম্পর্ক জোরদারে প্রস্তুত পুতিন, নতুন যোগাযোগের আভাস

        স্বর্ণের বাজারে ধস: এক মাসে সর্বনিম্ন দামে পৌঁছাল হলুদ ধাতু

        সোনামসজিদ স্থলবন্দরে ‘কমপ্লিট শাটডাউন’, আমদানি-রপ্তানি বন্ধ, ৩০০ গাড়ি অপেক্ষায়

        ট্রাম্পের দাবি: খামেনির প্রাণ বাঁচিয়েছি, ধন্যবাদ পাইনি

        এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা: কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নিয়ম

বিএনপিকে ধ্বংস করার টার্গেটে সরকার : খালেদা

বিএনপিকে ধ্বংস করার টার্গেটে সরকার : খালেদা

ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘ক্ষমতা পাকাপোক্ত করতে’ বিএনপিকে ধ্বংস করার টার্গেট করেছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

 

মঙ্গলবার এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, ‘বর্তমান অবৈধ হাসিনা সরকারের টার্গেট এখন বিএনপিকে ধ্বংস করা। হাসিনা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মনে করছে, বিএনপি ধ্বংস হলেও তার ক্ষমতা একেবারে পাকাপোক্ত। চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে।’

 

“কিন্ত এদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে সবসময় ছিল। মুক্তিযুদ্ধ করেছে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করার জন্য। সকলে যাতে সমান ন্যায়বিচার পায় সেই জন্য”, বলেন বিএনপি নেত্রী।

 

রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে এই ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।

 

সন্ত্রাস ও জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে খালেদা জিয়া বলেন, ‘পবিত্র রমজান মাসের এই অভিযান কাদের বিরুদ্ধে? এই যে এতোগুলো ঘটনা ঘটলো, বিদেশি হত্যা করা হলো; কোনো ঘটনায় কাউকে ধরতে পারল না। কেন ধরতে পারেনি? কারণ এই লোকগুলো তাদের ছিল এবং কিংবা তাদের সমর্থক কেউ ছিল। তাদের পক্ষে কাজ করে, সেই জন্য ধরা হয়নি।’

 

“দেশে-বিদেশে দেখানোর জন্য সাঁড়াশি অভিযান চালিয়ে বিএনপি এবং অন্য দলের লোককে গ্রেপ্তার করা হলো। এরমধ্যে কয়জন অপরাধী? কোনো অপরাধী নাই। যাদের ধরা হলো তারাও কারাগারে মানবেতর জীবন-যাপন করছে” বলেন বিএনপি চেয়ারপারসন।

 

সাঁড়াশি অভিযান বন্ধের আহ্বান জানিয়ে প্রাক্তন এই প্রধানমন্ত্রী বলেন, ‘তিন হাজারের ওপর বিএনপির নেতা-কর্মী গ্রেপ্তার করা হয়েছে। কাউকে এখন পর্যন্ত ছাড়া হলো না। অবিলম্বে এই অভিযান বন্ধ করে প্রকৃত অপরাধীদের ধরুন। আমরা আপনাদের সহযোগিতা করবো। কিন্তু আপনার অন্যায়ভাবে নিরীহ লোকদের ধরে নির্যাতন চালাবেন, এটা মেনে নেওয়া য়ায় না।’

 

সাঁড়াশি অভিযানের নামে ঈদের আগে পুলিশ গ্রেপ্তার বাণিজ্য করার সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি প্রধান।

 

তিনি বলেন, ‘আজকে না আছে গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার, জনগণের জানমালের নিরাপত্তা। প্রতিটি মানুষের জীবন নিরাপদ নয়। যাকে খুশি ধরে নিয়ে ক্রসফায়ার বলে চালিয়ে দেওয়া হচ্ছে। বেঁচে থাকল, কি মরে গেল, মা বাবা জানল না।’

 

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আজকে বাংলাদেশের কোনো মানুষের জানমালের নিরাপত্তা নেই। কিন্তু অনির্বাচিত এবং স্বঘোষিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সবাই উদ্বিগ্ন।’

 

বর্তমানে শাসকদলের নেতা-কর্মীদের হাতে বিভিন্ন ধর্মের মানুষ অত্যাচারিত হচ্ছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।

 

তিনি বলেন, শুধু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষের ওপরও নির্যাতন চলছে। ছাত্রলীগ-আওয়ামী লীগ মিলে এ কাজ করছে। ছাত্রলীগ সারাদেশে দখল, অত্যাচার, নারী নির্যাতনসহ সব অপরাধ করে যাচ্ছে। আওয়ামী লীগের লোকদের কিছু বলা হয় না, কিন্তু বিএনপির নেতা-কর্মীরা কিছু না করলেও তাদের ধরা হচ্ছে।

 

দেশের আইনের শাসন বলতে কিছু নেই-মন্তব্য করে বিএনপি নেত্রী বলেন, ‘মানুষ জুলুম অত্যচার বন্ধ চায়। কিন্তু প্রতিনিয়ত তা বেড়েই চলছে। হাসিনার অধীনে লুটপাট বন্ধ হবে না। দেশকে লুটপাটের মাধ্যমে দেউলিয়া করে ফেলা হয়েছে। ব্যাংকগুলো থেকে হাজার কোটি টাকা চুরি হচ্ছে, যার কোনো হিসাব নেই।’

 

শফিক রেহমান ‘বিনা দোষে’ কারাগারে রয়েছেন, দাবি করে প্রাক্তন এই প্রধানমন্ত্রী বলেন, ‘জয় (সজীব ওয়াজেদ জয়) যে ৩০০ মিলিয়ন ডলার লোপাট করেছে, আমেরিকায় তদন্ত চলছে; সেই কাগজপত্র তার (শফিক রেহমান) কাছে ছিল। সেজন্য তিনি জেল খাটছেন। জয়কেও এখানে আনা উচিত। বিচার করা উচিত।’

 

গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে ঢাকা মহানগর বিএনপিকে আরো শক্তিশালী এবং জনসম্পৃক্ত হতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।

 

ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসূফ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈয়মূর আলম খন্দকার, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মাহবুবুল হক নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা মহানগর বিএনপির নেতাদের মধ্যে কাজী আবুল বাশার, ইউনুছ মৃধা, আবুল বাসেদ আঞ্জু, নাসিমা আক্তার কল্পনা, শাহাবুদ্দিন আহমেদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ অংশ নেন।

 

২০ দলীয় জোটের মধ্যে লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য (কাজী জাফর) আহসান হাবিব লিংকন অংশ নেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত