আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার

        ওষুধ নয়, অস্ত্রোপচারও নয়: সহজ হাঁটার কৌশলেই আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাফল্য বিজ্ঞানীদের

        জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক পরিষদ গঠনের উদ্যোগ

        সনাতন ধর্মীয় তীর্থস্থানে উসকানি প্রতিরোধে প্রশাসনকে নির্দেশ

        বিজরীর প্রতিধ্বনি: নজরুলের গানে নারীর স্বাধীনতার স্বর

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        মোদি-ট্রাম্পের বন্ধুত্ব ভেঙে পড়ল: 'অত্যন্ত ভয়ংকর' বলে ট্রাম্পের তিরস্কার, ভারতে রাজনৈটিক ঝড়!

        হিজাব নিয়ে বিতর্কে ভিকারুননিসার শিক্ষিকা বরখাস্ত, তদন্তের প্রতিশ্রুতি

        প্রেমের গল্পে নতুন অধ্যায়: টেলর সুইফট-কেলসের বাগদানে উচ্ছ্বাস!

        ডাচ ক্রিকেট দলে নতুন মুখ: সিলেটে বাংলাদেশ সিরিজের জন্য তিন পরিবর্তন

        শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু

        অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে 'দুর্বল নেতৃত্বের ফল' বলে আখ্যায়িত করল ইরান

        দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন

        ট্রাম্পের ঘোষণা: ওয়াশিংটন ডিসির খুনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

        ক্যালিফোর্নিয়ার অ্যাকটনে গাড়ির ভেতরে দুইজনের মরদেহ উদ্ধার

        মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জয়: ৩৭% শ্রমিক বাংলাদেশি

        স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর

        সাকিবের মনের শান্তি: পরিবারের সঙ্গে কাটানো সময়

        বাংলাদেশ ব্যাংক: গর্ভনর নিয়োগে নতুন নিয়ম, রাষ্ট্রপতির এখতিয়ার

নিজের তৈরি প্লেন সফলভাবে আকাশে উড়িয়ে প্রশংসায় ভাসছেন অঙ্কন

নিজের তৈরি প্লেন সফলভাবে আকাশে উড়িয়ে প্রশংসায় ভাসছেন অঙ্কন

আকাশে উড়ছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের স্কুলশিক্ষার্থী সাকিব আল হাসান অঙ্কনের তৈরি প্লেন। যা দেখে খুশি সহপাঠী ও প্রতিবেশীরা। এইদিকে প্লেনটি সফলভাবে আকাশে উড়িয়ে প্রশংসায় ভাসছেন অঙ্কন। সরকারি সহায়তা পেলে ভালো কিছু করা সম্ভব বলে জানায় সে।

এই খবর শোনার পর সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। 
জানা গেছে, সাকিব আল হাসান অঙ্কন (১৬) কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের পল্লী চিকিৎসক শওকত আলীর ছেলে। এই বছর অঙ্গন কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল গ্রুপ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। দুই ভাইয়ের মধ্যে অঙ্কন বড়।

সে ছোটবেলা থেকেই মেকানিক্যাল কাজের দিকে বেশি মনোযোগী ছিল। তারই বহিঃপ্রকাশ আজ তার তৈরি প্লেন আকাশে উড়ছে। 
সাকিব আল হাসান অঙ্কন বলে, ‘ছোটবেলা থেকেই ইলেকট্রনিকস কাজ করতে আমার ভালো লাগত। ছোট থেকেই অল্প অল্প টাকা জমিয়ে কাজের যন্ত্রাংশ কিনতাম।

এরপর ইউটিউবে ড্রোন দেখে তা তৈরি করতে মন চাইল। কিনতে শুরু করলাম ড্রোন তৈরির সরঞ্জাম। কাজ শুরু করলাম ড্রোন তৈরির। একে একে দুটি ড্রোন তৈরি করেছিলাম ২০২৪ সালে। এরপর সেই ড্রোন আকাশে উড়িয়ে সফলও হয়েছিলাম।
ওই ড্রোন তৈরি করতে সব মিলিয়ে আমার ৪ হাজার টাকা ব্যয় হয়েছিল। যার পুরো সাপোর্ট পেয়েছিলাম আমার বাবার কাছ থেকে।’
এরপর এসএসসি পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ি। তবে মাথায় ছিল প্লেন তৈরি করতে হবে। সেটা নিয়ে মাঝে মধ্যে কাজও করতাম। এরপর পরীক্ষা শেষে গত ৪ মাস প্রতিদিন ৪-৬ ঘণ্টা কাজ করে প্লেনটি তৈরি করেছি। যা ইতোমধ্যে আমাদের গ্রামের স্কুল মাঠের আকাশ উড়িয়েছি। সেদিনই এলাকাবাসী অনেক খুশি হয়েছিল। আজ দ্বিতীয়বারের মতো প্লেনটি উড়ানো হলো। প্লেনটি তৈরি করতে গিয়ে আমি বেশ কয়েকবার ব্যর্থও হয়েছি। তবে সর্বশেষ চ্যাটজিপিটির সহায়তা নিয়ে আমি সফল হয়েছি। 

প্লেন তৈরির সরঞ্জাম নিয়ে অঙ্কন বলেন, ড্রোন তৈরির আগের মটর প্লেন তৈরির কাজে লাগানো হয়। কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয় ড্রোনের ফ্লাই স্কাই, এফএস- (১৬,)। ব্যবহার করা হয়েছে ৪ টি সার্ভো মোটর, ককসিট, যা দিয়ে বডি তৈরি করা হয়েছে। এ ছাড়া ব্যবহার করা হয়েছে ১৪ কেবি ব্লাস লেস মোটর, ৮ ইঞ্চি পপুলার, পিএসসি ২টা, রিসিভার আই-৬, ২২ এমপি আরের লিকো ব্যাটারি, হার্ডবোড, এসএসপাইপ, বার্বিজ জুতার হুইল, পিবিসি ট্যাব।

ওই শিক্ষার্থী বলে, ‘প্লেন তৈরিতে আমার ড্রোনের থেকে কম খরচ হয়েছে। কারণ ড্রোন তৈরির সেই সব সরঞ্জাম খুলে আমি প্লেন তৈরির কাজে লাগিয়েছি।’

সাকিব আল হাসান বলেন, ‘এ পর্যন্ত আমার যা ব্যয় হয়েছে, তার সব সহযোগিতা আমার বাবা করেছেন। তবে বড় আকারে বাণিজ্যিকভাবে যদি প্লেন বা ড্রোন তৈরি করতে হয়, সে ক্ষেত্রে কাজটি করতে অনেক ব্যয়বহুল হবে। যা আমার ও আমার পরিবারের পক্ষে সম্ভব নয়। এ কারণে সরকারি সহায়তা প্রয়োজন।’ আর সরকারি সহায়তা পেলে ভালো কিছু করা সম্ভব বলে জানায় সে।

পল্লী চিকিৎসক শওকত আলী বলেন, ‘অঙ্কন ছোটবেলা থেকে মেকানিক্যাল কাজের দিকে বেশি মনোযোগী। সে অনুযায়ী এসএসসিতে অঙ্কন ভোকেশনাল বিভাগের ইলেকট্রিক্যাল নিয়ে লেখাপড়া করেছে। তবে সে লেখাপড়ার পাশাপাশি ওই সব কাজের পেছনে দিনের একটা সময় দিত।’ 

এরপর ২০২৪ সালের দিকে দেখতে পায় একটা ড্রোন বানিয়ে উড়াতে। বিষয়টি নিয়ে আমরা ওই সময় একটু রাগও করেছিলাম। তবে সে তার কাজ বন্ধ করেনি। এসএসসি পরীক্ষা পর আবারও মনোনিবেশ করে তার কাজে। গত ১০-১২ দিন হল দেখতে পাই তার হাতে প্লেন। যা সে ইতোমধ্যে বেশ কয়েকবার আকাশে উড়িয়ে সফলও হয়েছে।

তিনি আরো বলেন, ‘আজ পর্যন্ত আমার ছেলে যা কিছু করেছে, তা নিজের প্রচেষ্টায় করেছে। আমি তেমন কোনো সহযোগিতা করতে পারেনি। আমি সামনের দিনে সরকারের সহায়তা কামনা করছি। যাতে করে সে ভালো কিছু করে সমাজ তথা দেশের উন্নয়নে কাজ করতে পারে।’

স্থানীয় ট্রাক্টর ড্রাইভার কলম হোসেন বলেন, আমি মাঠে ট্রাক্টর দিয়ে চাষ করছিলাম। হঠাৎ মাথার ওপর প্লেনের মত কিছু উড়ছে দেখতে পাই। পরে খোঁজ নিয়ে জানতে পেলাম বলরামপুর গ্রামের শওকত ডাক্তারের ছেলে অঙ্কন ওই প্লেন বানিয়েছে। প্লেন বানানোর কথা জানতে পেরে খুব ভালো লাগছে। 

জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তার মেধা কাজে লাগিয়ে আর কী করা যায় সেটা নিয়ে কাজ করা হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত