দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট
‘প্রয়োজনে কলেজ বন্ধ’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রত্যেক কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও ক্লাস নিশ্চিত না করতে পাড়লে কলেজ বন্ধ করে দেওয়া হবে।শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় দেশের ২৭১টি কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, “দুই পক্ষের ছাত্রদের গণ্ডগোল হলে তারা কলেজ ভাঙচুর করে। কৌশলে আপনাদেরই এসব ম্যানেজ করতে হবে। সকাল ১১টা-১২টার পর শ্রেণিকক্ষে আর শিক্ষকদের খোঁজে পাওয়া যায় না। তারা তখন কোচিংয়ে চলে যান। শিক্ষক ও ছাত্রদের ক্লাসে উপস্থিতির দায়িত্বও আপনাদেরই নিতে হবে।”শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, "কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। তা না হলে এসব কলেজ দিয়ে কী হবে? বন্ধ করে দেবো।"
মন্ত্রী আরও বলেন, প্রত্যেক কলেজে শিক্ষাপঞ্জি থাকতে হবে। ওই শিক্ষাপঞ্জিতে কোন দিন কার ক্লাস, কার ছুটি, সেটার উল্লেখ থাকতে হবে। এগুলো না থাকলে দায়িত্ব না নেয়াই ভালো।
শেয়ার করুন